Breaking

Tuesday 7 August 2018

সাধারণ জ্ঞান pdf || সাধারণ জ্ঞান প্রশ্ন - উত্তর [S.A.Q. Type] General Knowledge PDF File For Wbcs,Rail,Ssc,Bank Exam || Bangla Pdf File || Gk pdf || সাধারণ জ্ঞান বুক pdf


Study Materials Link


General Knowledge - PDF File Dawnload :―



          ■ আজ আপনাদের জন্য থাকলো সাধারণ জ্ঞান (General Knowledge) ― থেকে 20 টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। যেটা আপনাকে বিভিন্ন COMPETITIVE EXAM [Rail,ssc,bank,wbcs,police]-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

             আপনারা এই পেজের নিচের দিকে এই প্রশ্নোত্তর গুলির PDF DAWNLOAD LINK পেয়ে যাবেন,যেটা আপনি ডাউনলোড করে নিলে,পরবর্তীকালে সেটা অফলাইনেও পড়তে পারবেন।

তাই চলুন সময় নষ্ট না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক-



1. ক্রিকেট খেলার জন্ম কোথায়?
― ইংল্যান্ডে।

2. "অর্ধনগ্ন ফকির’- নামে কে পরিচিত?
― মহাত্মা গান্ধি।

3. ২০১৬ সালে T-20 ক্রিকেট কোথায় হয়?
― ভারতে।

4. আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে?
― বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

5. বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে?
― নাঈমুর রহমান দুর্জয়।


আপনি জানেন কি?

● "পিপিলিকা কখনো ঘুমায় না।"

● "মৌমাছি লাল রং দেখে না।"

6. অক্ষশক্তি কাদের বলা হয়?
― ইতালি-জার্মানি-জাপান।

7. অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে?
― মুখ্যমন্ত্রী।

8. ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্নিবাতকে কি বলে?
― সাইক্লোন।

9. সারা পৃথিবীতে প্রতি ঘন্টায় কতবার ভূমিকম্প হয়?
― 100 বার।

10. ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে ?
― ১৮৩২ সালে।




11. জাতীয় সংসদের সভাপতি কে?
― স্পিকার।

12. একজন আদর্শ মা একশো জন বিদ্যালয় শিক্ষকের সমান।-কে বলেছেন?
― জর্জ হারবার্ট।

13. কোন্ প্রাণী প্লেগ রোগের কারণ ?
― ইঁদুর।

14. মানবদেহে ভিটামিন “সি” এর কাজ কি?
― রক্ত কোষের ভাঙ্গন রোধ করে।

15. FIFA প্রতিষ্ঠিত হয় কবে ?
― ১৯০৪ সালে ।

16. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন ?
― গ্রিক বিজ্ঞানীরা।

17. ‘ব্যাথার দান’ গ্রন্থটির রচয়িতা কে?
― কাজী নজরুল ইসলাম।




18. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটি রচনা করেন কে?
 ― মাইকেল মধুসূদন দত্ত।

19. ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি?
― প্রতিভা পাতিল।

20. বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
― সার্বভৌম প্রজাতন্ত্র।


File Details- 
File Name - সাধারণ জ্ঞান (GK)
Type -pdf
Size - 0.7 MB
 Drive - Google
Dawnload Link-

Click Here To Download The PDF File

● আমাদের উৎসাহ দিতে পোস্টগুলি শেয়ার করবেন এবং নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে
পোস্টটি কেমন লাগলো ●

2 comments: