●আপনাদের জন্য থাকলো শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন থেকে 20 টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।যা আপনাকে Primary Tet, CTet এবং D.El.Ed. পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করবে।
◆আপনারা চাইলে এই প্রশ্নগুলির PDF FILE-ও DAWNLOAD করে নিতে পারেন, এই পেজের নিচে DAWNLOAD LINK পেয়ে যাবেন।◆
আপনি জানতেন কি?
পৃথিবীর সবচেয়ে বড় ডিমভাজা হয়েছিল 110,000 ডিম দিয়ে।এটি বানাতে 432 লিটার তেল লেগেছিল এবং প্রায় 80 জন রাঁধুনি এটা বানিয়েছিল।
পৃথিবীর সবচেয়ে বড় ডিমভাজা হয়েছিল 110,000 ডিম দিয়ে।এটি বানাতে 432 লিটার তেল লেগেছিল এবং প্রায় 80 জন রাঁধুনি এটা বানিয়েছিল।
CHILD STUDIES and CHILD DEVELOPMENT ― QUESTION-ANSWER PDF FILE👇
1. প্রজ্ঞামূলক বিকাশের স্তর কয়টি?
:― চারটি।
2. বুদ্ধির প্রধান বৈশিষ্ট্য কি?
:― বুদ্ধি একটি মৌলিক মানসিক ক্ষমতা।
3. মনোবিদ্যার আদি পুরুষ কাকে বলে হয়?
:― অ্যারিস্টটল-কে।
4. শিক্ষার অধিকার আইন কত সালে চালু হয়?
:― 2010 সালের 1লা এপ্রিল।
5. কিন্ডারগার্ডেন পদ্ধতির জনক কাকে বলা হয়?
:― ফ্রয়েবেল।
6. 'Psychology' শব্দটি এসেছে কোথা থেকে?
:― গ্রিক শব্দ থেকে।Psyche ও logos শব্দ থেকে Psychology শব্দটির উৎপত্তি।
আরো জানুন―সাধারণ জ্ঞান
7. মনোবিজ্ঞান(Psychology) কথাটির অর্থ কি?
:― আত্মার দর্শন।
8. স্যাভলার কমিশন কত সালে পাস হয়?
:― 1917 সালে ।
9. শিক্ষার উন্নতি কি থেকে বোঝা যায়?
:― শিক্ষার্থীদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন থেকে।
10. বক্তৃতা পদ্ধতি একটি কিরূপ পাঠদান?
:― শিক্ষককেন্দ্রিক পাঠদান।
11. প্রতিপাদন পদ্ধতিতে শিক্ষার্থীর ভূমিকা কি?
:― দেখা,শোনা ও অনুসরণ করা।
12. 'শিক্ষা দৈনন্দিন জীবনের একটি অঙ্গ।যা চলবে সমান তালে ও সমান সুরে।'―কার উক্তি?
:― রবীন্দ্রনাথ ঠাকুর ।
আরো জানুন―বাংলা ব্যাকরণ
13. 'Principles of Education'― বইটির লেখক কে?
:― রেমন্ট।
14. 'Education is the child's Development from within' ― উক্তিটি কার?
:― রুশো।
15. হান্টার কমিশন প্রথম ভারতীয় শিক্ষা কমিশন।কত সালে পাস হয়?
:― 1882 সালে।
16. র্যালে কমিশন কত সালে পাস হয়?
:― 1902 সালে ।
17.প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মুখ্য প্রবক্তা কে?
:― থর্নডাইক।
18. কোন বিষয়টি বয়ঃসন্ধির ছাত্রদের বৈশিষ্ট্য নয়?
:― ধারণার উচ্চক্ষমতা।
আরো জানুন―পাটী গণিতের সমস্ত সূত্র
19. ধারণার গঠন সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়?
:― সব মানুষের ক্ষেত্রেই ধারণার বিকাশের গতি সমান।
20. বুদ্ধি ও সৃজনশীলতা কিরূপ সম্পর্কযুক্ত?
:― ইতিবাচক সম্পর্কযুক্ত।
তাই আর সময় নষ্ট না করে নিচের দেওয়া Link-এ Click করে[Child Study] PDF File ―টি Dawnload করে নিন👇
PDF File Details-
File Name - শিশুশিক্ষা ও মনস্তত্ব
Type -pdf
Size - 0.1 MB
Drive - Google
■ এই ধরণের আরো পোস্ট পেতে প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করুন ■
Right to education act 2009 august....vul Val disna.
ReplyDeletePost এ লেখা উচিত ছিল চালু না কার্যকর হয় 2010 এর 1st April...group এ এই গুলো খেয়াল রেখে নির্ভুলভাবে post কর।
Deletehi
ReplyDeleteVery helpful ..please share more posts like " child development and pedagogy"for upper primary TET ...
ReplyDelete