Breaking

Sunday 5 August 2018

পরিবেশ বিজ্ঞান - অনলাইন মকটেস্ট | Online Mocktest On Environment Science For All Competitive Exam || evs mocktest




Hello Friends,

                          আজ আপনাদের জন্য থাকলো,10 নং এর একটি Online Mocktest।যা আপনাকে Railway Group D | Tet | Bank | Ssc এবং আরো অন্নান্য পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।তাই আর বেশি দেরি না করে মকটেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিন।

মকটেস্ট নং -26

  Mocktest  

                    ONLINE MOCKTEST

জেনারেল স্টাডিজ (পরিবেশ বিজ্ঞান)



  1. সরলবর্গীয় বৃক্ষবনের ওপর নাম :-

  2. তৈগা
    ডেমুডুয়াস
    টেনা
    তন্দ্রা


  3. চিপকো আন্দোলন শুরু হয় :-

  4. ত্রিপুরায়
    কেরলে
    উত্তরপ্রদেশে
    মধ্যপ্রদেশে


  5. ইকোসিস্টেম শব্দটির প্রবর্তন করেন :-

  6. চার্লস ডারউইন
    অ্যাভোগাড্রো
    আইজ্যাক নিউটন
    ট্যান্সলে


  7. ম‍্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায় :-

  8. লবনাক্ত জলাভূমিতে
    শুষ্ক অঞ্চলে
    স্বাদুজলের জলাভূমিতে
    অক্সিজেনবিহীন অঞ্চলে


  9. কোন ধরণের বৃদ্ধিবিন্যাসে পপুলেশন বৃদ্ধির হার অত্যন্ত দ্রুত হয়?

  10. 'J' আকারের
    'S' আকারের
    'L' আকারের
    'M' আকারের


  11. জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন :-

  12. সক্রেটিস
    প্লেটো
    অ্যারিস্টটল
    ম‍্যালথাস


  13. জনবিস্ফোরণের প্রধান সমস্যা হল :-

  14. শিক্ষাব্যবস্থার বিকাশ
    খাদ‍্যান্ন ও বাসস্থানের অভাব
    চিকিৎসা ব্যবস্থার অসংকুলান
    উপরোক্ত সবকটি ভুল


  15. চক্রাকার প্রাকৃতিক সম্পদের উদাহরণ :-

  16. জল
    কয়লা
    খনিজতেল
    ইউরেনিয়াম


  17. অতিবেগুনি রশ্মি জীবদেহে ক্ষতি করে :-

  18. ত্বকের ক্যানসার সৃষ্টি করে
    ফুসফুসের ক্যানসার সৃষ্টি করে
    হৃৎপিণ্ডের ক্ষতি করে
    কিডনির ক্ষতি করে


  19. ক্লোরাফ্লুরো কার্বনের (CFC) উৎস হল :-

  20. রেফ্রিজারেটার
    রান্নার গ্যাস
    কলকারখানা
    মাইক্রোওভেন


●সঠিক উত্তরগুলি জানার জন্য ➡️🌑 ক্লিক করুন●

এই ধরণের ONLINE MOCKTEST আরো দেওয়ার  জন্য নীচের দিকে যান⬇️

                         

No comments:

Post a Comment