Breaking

Sunday 24 March 2019

Environmental Science Bengali Online Quiz For Competitive Exams

Environmental Science Bengali Online Quiz For Competitive Exams



Environmental Science Bengali Online Quiz For Competitive Exams
Environmental Science Bengali Online Quiz For Competitive Exams 


হ্যালো বন্ধুরা,

                      আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো, পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে #২০ নাম্বারের একটি অনলাইন মক টেস্ট/কুইজ(Environmental Science Bengali Online Quiz For Competitive Exams)।যেটির মাধ্যমে আপনারা সহজেই বুঝে যাবেন যে পরীক্ষার জন্য আপনি কতটা প্রস্তুত,আর এতে আপনি সঙ্গে সঙ্গেই জেনে যাবেন যে,পরীক্ষায় কত পেলেন।

                    সুতরাং সময় অপচয় না করে নিজেকে যাচাই করে নিন,আশা করছি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আগ্রহী করে তুলতে অনেকটাই উৎসাহ জোগাবে।


  1. পরিবেশের ধারণ ক্ষমতা কার দ্বারা প্রভাবিত হয় ?

  2. প্রজাতির বৃদ্ধির দ্বারা
    জনগোষ্ঠীর বৃদ্ধির দ্বারা
    সমবায়ের বৃদ্ধির দ্বারা
    উদ্ভিদের সংখ্যার দ্বারা

  3. নিম্নলিখিত কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে ?

  4. সালফার ডাইঅক্সাইড
    মিথেন
    কার্বন ডাইঅক্সাইড
    ক্লোরিন

  5. হাসপাতাল, স্কুলের মতো নিঃশব্দ অঞ্চলে দিনের বেলায় অনুমোদিত সর্বাধিক শব্দ প্রাবল্য মাত্রা কত ?

  6. ৬৫ ডেসিবেল
    ৫০ ডেসিবেল
    ৫৫ ডেসিবেল
    ২০ ডেসিবেল

  7. ১৯৮৬ সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল কোথায় ?

  8. চেরনাবিল
    লন্ডন
    ভূপাল
    হিরোসিমা

  9. গ্রিনহাউস গাসগুলি মধ্যে প্রধানতম গ্যাস কোনটি ?

  10. মিথেন
    নাইট্রাস অক্সাইড
    কার্বন ডাইঅক্সাইড
    ফ্লুরিন

  11. বর্তমানের ওজোন আবরণের ক্ষতির কারণ কী ?

  12. হাইড্রোজেন আয়ন
    ক্লোরোফ্লুরো কার্বন
    সালফারের অক্সাইড
    নাইট্রাস অক্সাইড

  13. পাথরের ক্যানসার বা পাথরের কুষ্ঠর কারণ কী ?

  14. অতিবেগুনি রশ্মি
    অম্লবৃষ্টি
    গ্রিনহাউস গ্যাসের প্রভাব
    শিলাবৃষ্টি

  15. গোবর গ্যাস শতকরা কত ভাগ মিথেন থাকে ?

  16. ৪০ ভাগ
    ৬৫ ভাগ
    ৭০ ভাগ
    ৬০ ভাগ

  17. COD কথাটির পূর্ণ অর্থ কী ?

  18. কেমিক্যাল অফসেট ডিম্যান্ড
    কেমিক্যাল অক্সিজেন ডিপলোম‍্যাট
    কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড
    কমিটেড অক্সিজেন ডিম্যান্ড

  19. কোন সার তৈরি করতে কেঁচোর সাহায্য লাগে ?

  20. বায়োফার্টিলাইজার
    ভারমিকস পোস্ট
    অরগ্যানিক মানিওর
    ইটভাটা



উত্তর তালিকা : 1-b,2-a,3-b,4-a,5-c,6-b,7-b.8-d,9-c,10-c

No comments:

Post a Comment