Breaking

Friday 1 March 2019

ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর PDF - Geography MCQ PDF in Bengali for Competitive Exams

ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর PDF - Geography MCQ PDF in Bengali for Competitive Exams 

ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর PDF - Geography MCQ PDF in Bengali for Competitive Exams
ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর PDF - Geography MCQ PDF in Bengali for Competitive Exams

হ্যালো বন্ধুরা,
                 আজও তোমাদের সাথে শেয়ার করছি ভূগোল বিষয় থেকে বাছাই করা ২০টি প্রশ্ন ও উত্তরের পিডিএফ,যেটা আপানাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।



কিছু নমুনা :

১. ভারতবর্ষে কতগুলি প্রদেশ আছে ?
ক) ২২টি 
খ) ২৫টি 
গ) ৩২টি 
ঘ) ২৯টি 

২. সমুদ্রপৃষ্ঠ হতে উল্লম্ব দূরত্বকে বলা হয় :
ক) উন্নতি 
খ) দ্রাঘিমা 
গ) অক্ষাংশ 
ঘ) কোনটিই নয় 

৩. উপকূলবর্তী সঙ্কীর্ণ উপসাগরকে বলা হয় : 
ক) খাড়ি    
খ) ক্রিয়ল 
গ) চিড়
ঘ) কোনটিই নয় 

৪. সমতাপরেখা হলো :
ক) মানচিত্রে প্রদত্ত সমবৃষ্টিপাট রেখা 
খ) মানচিত্রে প্রদত্ত সমান গড় তাপমাত্রা সম্বলিত অঞ্চল 
গ) মানচিত্রে প্রদত্ত সমসূর্যকিরণ প্রাপ্ত অঞ্চল 
ঘ) এর কোনটিই নয় 

৫. সূর্যের সবথেকে নিকটের গ্রহ কোনটি ?
ক) প্লুটো 
খ) শুক্র 
গ) বুধ 
ঘ) মঙ্গল 

৬. ভারতবর্ষে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ?
ক) ৭ 
খ) ৫ 
গ) ৩ 
ঘ) ৯ 

৭. বিষুবরেখা বরাবর পৃথিবীর ব্যাস কত কিমি  ?
ক) ৪০০০০ 
খ) ৩০৫২০
গ) ২২৭৭৫ 
ঘ) ১২৭৫৬ 

৮. পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা কোনটি ?
ক) টোকিয়ো
খ) সাওপাওলো 
গ) সিডনি 
ঘ) নিউইয়র্ক 

৯. উত্তর অয়নান্ত কি ?
ক) গ্রীষ্মের প্রথম দিন 
খ) গ্রীষ্মের শেষ দিন 
গ) যে দিন সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে অবস্থান করে 
ঘ) যে দিন সূর্য মকরক্রান্তি রেখার ঠিক ওপরে অবস্থান করে 

১০. রেকিয়াভিক কোন দেশের রাজধানী ?
ক) আইসল্যান্ড 
খ) এস্টোনিয়া 
গ) সার্বিয়া 
ঘ) স্লোভেনিয়া 


No comments:

Post a Comment