Breaking

Monday 4 March 2019

শিশুশিক্ষা অনলাইন মক টেস্ট - Child Study MCQ in bengali

শিশুশিক্ষা অনলাইন মক টেস্ট - Child Study MCQ in bengali for ptet/ctet and competitive exams 


হ্যালো বন্ধুরা,
                 আজ আপনাদের জন্য থাকলো শিশুশিক্ষা বিষয় থেকে ২০নাম্বারের একটি অনলাইন মক টেস্ট,যেটার মাধ্যমে আপনি বুঝে যাবেন যে আপনি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত :-




Child Study - Online Mock Test- 92


  1. 'জেনেটিক এপিস্টেমোলজি' নামক মতবাদটির প্রবক্তা হলেন :

  2. কান্ট
    পিঁয়াজে
    বান্দুরা
    কোহলবার্গ

  3. মানুষের প্রতিটি দেহকোশে ক্রোমোজম থাকে :

  4. ৪৮ টি
    ৪৬ টি
    ২৩ টি
    ৪৯ টি

  5. উন্নত মেধা সম্পন্ন পিতামাতার সন্তানটি সর্বদা পঠনপাঠনে উন্নতি করে :

  6. হ্যাঁ
    না
    মনোবিদ্যা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনা
    ঈশ্বরের ওপর নির্ভর করে

  7. পিঁয়াজে হলেন একজন :

  8. সুইশ চিন্তাবিদ
    রাশিয়ান চিন্তাবিদ
    জার্মান চিন্তাবিদ
    ফরাসি চিন্তাবিদ

  9. পিঁয়াজের মতে শিশুর জৈবিক সক্রিয়তার দুটি পরস্পর বিপরীতধর্মী উপাদান হলো :

  10. বংশগতি ও পরিবেশ
    আত্তীকরণ ও উপযোজন
    দেহ ও মন
    খাদ্য ও বাসস্থান

  11. পিঁয়াজের মতে প্রাণীর আত্মসংরক্ষণের প্রবণতাকে বলা হয় :

  12. উপযোজন
    আত্তীকরণ
    উপস্থাপন
    সংরক্ষণ

  13. নিচের কোন ক্রোমোজম যুগ্ম কন্যা সন্তানের দেহে লক্ষ্য করা যায় :

  14. XY
    YY
    XX
    কোনটিই নয়

  15. পরিবেশের প্রভাবে প্রাণী যে প্রক্রিয়ায় নতুন অভিজ্ঞতাগুলিকে গ্রহণ করে থাকে,তাকে বলে :

  16. উপযোজন
    আত্তীকরণ
    উপস্থাপন
    সংরক্ষণ

  17. একটি শুদ্ধ উপযোজন প্রক্রিয়া হলো :

  18. মেধা
    অনুকরণ
    উত্সাহ
    পরিণমন

  19. কোনটি মানুষের বার্ধক্যের বৈশিষ্ট্য নয় :

  20. মস্তিষ্কের আয়তন অপরিবর্তিত থাকে
    পেশিকোশের স্থিতিস্থাপকতা নষ্ট হয়
    রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়
    ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা হ্রাস পায়



উত্তর তালিকা :1B,2B,3B,4D,5B,6B,7C,8A,9C,10A

4 comments:

  1. Madam lp tet cdp plz help in bengali medium

    ReplyDelete
  2. Madam lp tet cdp plz help in bengali medium

    ReplyDelete
  3. Can I download this mock test question any way ?

    ReplyDelete
  4. Question no 4..ans A hbe.. please check this

    ReplyDelete