Breaking

Monday 25 March 2019

1400+ Bengali GK PDF - বাংলা জিকে পিডিএফ

1400+ Bengali GK PDF - বাংলা জিকে পিডিএফ for All Competitive Exams 

1400+ Bengali GK PDF - বাংলা জিকে পিডিএফ
1400+ Bengali GK PDF - বাংলা জিকে পিডিএফ


Hello বন্ধুরা,
                আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো,সাধারণ জ্ঞান বা জিকে থেকে 1400+ প্রশ্নোত্তরের একটি পিডিএফ/1400+ Bengali GK PDF,যা আপনাকে বিভিন্ন রকম #Competitive পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করবে।

                 সুতরাং বেশি সময় নষ্ট না করে নিচের দেওয়া লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিন।

               
কিছু নমুনা :

১. শাল কি ধরনের বৃক্ষ ?
উত্তর : পর্ণমোচী 

২. টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় ?

উত্তর : নীলগিরি পর্বতে 

৩. রিজার্ভ ব্যাঙ্ক জাতীয়করণ করা হয় কত সালে ?

উত্তর : ১৯৪৯ সালে 

৪. রামনাথ কোবিন্দ কততম রাষ্ট্রপতি ?

উত্তর : ১৪ তম 

৫. বিশ্ব পোলিও দিবস কত তারিখ পালন করা হয় ?

উত্তর : ২৪সে মার্চ 


PDF File Details-

No comments:

Post a Comment