Breaking

Monday 11 March 2019

100+ Environment Science Questions Answers PDF in Bengali

100+ Environment Science Questions Answers PDF in Bengali for All Competitive Exams - পরিবেশ বিজ্ঞান 

100+ Environment Science Questions Answers PDF in Bengali
100+ Environment Science Questions Answers PDF in Bengali 

Hello Dear,
                আজ আপনাদের সাথে শেয়ার করবো,পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ ১০৬টি প্রশ্ন ও উত্তরের PDF,যেটা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা,যেমন - ptet, ctet, ntpc, ssc, wbcs, wbssc,  upcs, ias, bank, rail, clark ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। 



কিছু নমুনা প্রশ্ন :

১. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় ?
উত্তর : ২৮ ফেব্রুয়ারী 

২. কৃষি ইকো-বান্ধব কাকে বলা হয় ?
উত্তর : কেঁচোকে 

৩. কোন সম্মেলনে WAB-এর প্রতিষ্ঠা হয় ?
উত্তর : UNESCO

৪. পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয় ?
উত্তর : ১৯৮৬ সালে 

৫. চিপকো আন্দোলনের উদ্ভব কোথায় হয় ?
উত্তর : উত্তরপ্রদেশে 

৬. বিশ্ব পরিবেশ সম্মেলন প্রথম কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর : ১৯৯২ 

৭. যৌথ বনব্যবস্থা ভারতবর্ষে প্রথম কোথায় হয়েছিল ?
উত্তর : পশ্চিমবঙ্গে 

৮. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ?
উত্তর : নাইট্রোজেন 

৯. আমাদের দেশে মোট জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি ?
উত্তর : ২৩টি 

১০. পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানের নাম লেখো।
উত্তর : ইয়োলোস্টোন 

PDF File Details-
File Name- 106 Environment Science
Type- PDF
Size- 4 MB
Click Here To Download


No comments:

Post a Comment