Breaking

Monday 25 February 2019

100+ ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর পিডিএফ - Indian Constitution Questions Answers in Bengali for Competitive Exams

১০৯টি ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর - Indian Costitution Question Answers PDF in Bengali for Competitive Exams 

100+ ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর পিডিএফ - Indian Constitution Questions Answers in Bengali for Competitive Exams
100+ ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর পিডিএফ - Indian Constitution Questions Answers in Bengali for Competitive Exams

Hello Friends,
                     আপনারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন যে,প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা অন্যতম টপিক হলো "সংবিধান",আর তাই আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো,১০৯টি ভারতীয় সংবিধান সংকান্ত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পিডিএফ/ Indian Constitution Question Answers PDF in Bengali .

                         
কিছু নমুনা প্রশ্ন :

১. কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল ?
উত্তর : ১৯৪৮ সালে

২. গণপরিষদের খসড়া কমিটির চেয়াম্যান কে ছিলেন ?
উত্তর : আম্বেদকর

৩. চেয়ারম্যানসহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন ?
উত্তর : সাতজন

৪. গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন ?
উত্তর : ডক্টর সচ্চিদানন্দ সিনহা

৫. সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল ?
উত্তর : ১৩টি

৬. রাষ্ট্রপতির অবর্তমানে কে দায়িত্ব পালন করেন ?
উত্তর : উপরাষ্ট্রপতি

৭. কাকে অনুকরণ করে রাষ্ট্রপতির পদটি সৃষ্টি করা হয়েছে ?
উত্তর : ব্রিটেনের রানী

৮. সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতির পদটির উল্লেখ আছে ?
ত্তর : পঞ্চম অধ্যায়ে

৯. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হন?
উত্তর : প্রতিভা পাটিল

১০. রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের কতদিন আগে নোটিশ দিতে হয় ?
উত্তর : ১৪দিন 

নিচের দেওয়া লিঙ্কে থেকে আপনারা PDF ফাইলটি ডাউনলোড করে নিন,ওতে আপনারা সব প্রশ্নগুলি পেয়ে যাবেন -

File Details- 
File Name - 109Indian Constitution
Type -pdf
Size - 4 MB
Click Here To Download


No comments:

Post a Comment