Breaking

Sunday 24 February 2019

ইতিহাস MCQ প্রশ্ন উত্তর পিডিএফ - History MCQ PDF in Bengali for Competitive Exams

ইতিহাস MCQ প্রশ্ন উত্তর পিডিএফ -  History MCQ PDF in Bengali for Competitive Exams (পর্ব-4)

ইতিহাস MCQ প্রশ্ন উত্তর পিডিএফ -  History MCQ PDF in Bengali for Competitive Exams
ইতিহাস MCQ প্রশ্ন উত্তর পিডিএফ -  History MCQ PDF in Bengali for Competitive Exams

Hello Friends,
                     আজও আমরা আপনাদের সাথে শেয়ার করবো,ইতিহাস বিষয় থেকে বাছাই করা 20টি MCQ প্রশ্ন-উত্তর,সঙ্গে পিডিএফ ফাইল।কারণ,এই ইতিহাস বিষয় থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে।


১. চীনের বিখ্যাত প্রাচীরটি কে তৈরী করতে শুরু করেন ?
ক) সি হুয়াং দি 
খ) লি সিঝেল
গ) কং জি
ঘ) হুয়া টুও

২. কোন জায়গার প্রাচীন সভ্যতা ঘড়ি আবিষ্কার করে ?
ক) গ্রিস
খ) রোম
গ) চীন
ঘ) মিশর 

৩. ভারতে শিল্পের সূচনা হয় :
ক) কুষাণ রাজত্ব থেকে
খ) গুপ্তযুগ থেকে
গ) হর্ষবর্ধনের রাজত্বকাল থেকে
ঘ) সিন্ধু সভ্যতার সময় থেকে 

৪. বেদকে বলা হয় :
ক) সূর্যবন্দনা
খ) সংহিতা
গ) অপৌরুষেয় 
ঘ) ত্রয়ী

৫. 'বৃহৎ ভারত' নাম পরিচিত :
ক) উত্তর-পশ্চিম এশিয়া
খ) দক্ষিণ-পূর্ব এশিয়া 
গ) দক্ষিণ-পশ্চিম এশিয়া
ঘ) উত্তর পূর্ব এশিয়া

৬. কোন যুগে মানুষ ঘর্ষণের সাহায্যে আগুনের ব্যবহার শিখেছিল :
ক) প্রাচীন প্রস্তর যুগে
খ) মধ্য প্রস্তর যুগে
গ) নব্য প্রস্তর যুগে 
ঘ) কোনটিই নয়

৭. হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল :
ক) নগর ভিত্তিক 
খ) কৃষি ভিত্তিক
গ) উপজাতীয়
ঘ) দাস প্রথা

৮. সিন্ধু সভ্যতার অঞ্চলে একটি পোতাশ্রয় আবিষ্কৃত হয়েছিল :
ক) হরপ্পায়
খ) কালিবঙ্গান-এ
গ) লোথাল-এ 
ঘ) রুপার-এ

৯. সিন্ধু সভ্যতার প্রথম নিদর্শনের আবিষ্কর্তা হলেন :
ক) জন মার্শাল
খ) রাখাল দাস বন্দ্যোপাধ্যায় -
গ) হুইলার
ঘ) ম্যাক্স মুলার

১০. সিন্ধু সভ্যতায় যে প্রাণীর ব্যবহার ছিল না :
ক) অশ্ব 
খ) ষাঁড়
গ) হরিণ
ঘ) কোনটিই  নয়

১১. আর্যরা ভারতে আসে :
ক) খ্রি. পূ. ২০০০ থেকে ১৫০০ অব্দের মধ্যে 
খ) খ্রি. পূ. ২০০০ থেকে ১০০০ অব্দের মধ্যে
গ) খ্রি. পূ. ১৫০০ থেকে ১০০০ অব্দের মধ্যে
ঘ) খ্রি. পূ.৩৫০০ থেকে ৩০০০ অব্দের মধ্যে

১২. 'প্রজ্ঞা পারমিতা' সুত্র রচয়িতা :
ক) চরক
খ) নাগার্জুন 
গ) সুশ্রুত
ঘ) বসুবন্ধু

১৩. 'দশরাজার যুদ্ধকাহিনী' লিপিবদ্ধ করা আছে :
ক) সামবেদে
খ) ঋগবেদে 
গ) যজুবেদে
ঘ) অর্থববেদে

১৪. বৌদ্ধমঠকে কি বলে ?
ক) মন্দির
খ) গির্জা
গ) বিহার 
ঘ) নির্বাণ

১৫. কোন শব্দের অর্থ হলো কৃষিকার্য ?
ক) আর্য 
খ) পুর
গ) বালি
ঘ) নিস্ক

১৬. জৈনধর্মের প্রথম তির্থাঙ্কর :
 ক) বর্ধমান মহাবীরকে
খ) বুদ্ধদেবকে
গ) ঋষভনাথকে  
ঘ) বুদ্ধদেবকে

১৭. শেষ জৈন তির্থাঙ্কর :
ক) পার্শ্বনাথ
খ) মহাবীর 
গ) ঋষভনাথ
ঘ) বুদ্ধদেব

১৮. ত্রিপিটক কোন ভাষায় রচিত ?
ক) সংস্কৃত
খ) বাংলা
গ) পালি  
ঘ) তেলেগু

১৯. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম :
ক) গ্রন্থ সাহেব
খ) দ্বাদশ অঙ্গ
গ)ত্রিরত্ন
ঘ) ত্রিপিটক 

২০. বুদ্ধদেব তার ধর্মমত প্রচার করেন :
ক) পালি ভাষায় 
খ) হিন্দিতে
গ) গ্রিক ভাষায়
ঘ) কোনটিই নয়

পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো -


File Details- 
File Name - History MCQ 4
Type -pdf
Size - 1 MB
Click Here To Download

No comments:

Post a Comment