Breaking

Friday 22 February 2019

ভূগোল MCQ পিডিএফ - Geography MCQ in Bengali

ভূগোল MCQ পিডিএফ - Geography MCQ in Bengali for Competitive Exams (পর্ব:5)

ভূগোল MCQ পিডিএফ - Geography MCQ in Bengali
ভূগোল MCQ পিডিএফ - Geography MCQ in Bengali

হ্যালো ফ্রেন্ডস্,
                   কেমন আছেন সবাই ? আজও আপনাদের সাথে শেয়ার করবো,ভূগোল বিষয় থেকে বাছাই করা ২০টি প্রশ্ন ও উত্তরের পিডিএফ(পর্ব:৫),যেটি বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপযোগী।



কিছু নমুনা : 

১. তিব্বত,নেপাল,ভুটান এবং পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কোন রাজ্য রয়েছে ?
ক) আসাম 
খ) মিজোরাম 
গ) ত্রিপুরা 
ঘ) সিকিম  

২. লাক্ষাদ্বীপ নিচের কোনটিতে অবস্থিত ?
ক) ভারত মহাসাগর 
খ) বঙ্গোপসাগর 
গ) আরব সাগর 
ঘ) পক প্রণালী 

৩. নিচের কোন নদীটি আরব সাগরে পড়েছে ?
ক) সুবর্ণরেখা 
খ) নর্মদা 
গ) কাবেরী 
ঘ) মহানদী 

৪. নিচের কোনটিতে বঙ্গোপসাগর পড়েছে ?
ক) মহানদী 
খ) সবরমতি 
গ) নর্মদা 
ঘ) তাপ্তী 

৫. কোথায় সবথেকে কম বৃষ্টিপাত হয় ?
ক) জয়পুর 
খ) জয়সলমীর 
গ) কোটা 
ঘ) যোধপুর 

৬. পৃথিবীর গড় ব্যাস কত ?
ক) ১২৭৩৫.৫ কিমি 
খ) ৫০৩০০.৫ কিমি 
গ) ১০৫২২.৫ কিমি 
ঘ) এর কোনটাই নয় 

৭. গ্রিনিচে যখন দুপুর ১২ টা তখন কলকাতায় সময় কত ?
ক) দুপুর ৩.০০ 
খ) বিকাল ৫.৩০ 
গ) মধ্য রাত্রি ১২.০০ 
ঘ) সকাল ৫.৩০ 

৮. গডউইন অস্টিন বা মাউন্ট K2 পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ।এটি কোন পর্বত শ্রেনীর অন্তর্গত ?
ক) নাগা পর্বত 
খ) কারাকোরাম 
গ) হিমালয় 
ঘ) অরাবল্লি 

৯. নিচের কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী নয় ?
ক) মেঘালয় 
খ) অরুনাচল 
গ) মিজোরাম 
ঘ) ত্রিপুরা 

১০. রবিশস্য কোন সময়ে বপন করা হয় ?
ক) মার্চ-এপ্রিল
খ) অক্টোবর-নভেম্বর 
গ) জুলাই-আগস্ট 
ঘ) জানুয়ারী-ফেব্রুয়ারী 

নিচের দেওয়া লিঙ্কে থেকে সম্পূর্ণ PDF ফাইলটি ডাউনলোড করে নিন,ওতে আপনারা মোট ২০টি প্রশ্নোত্তর পেয়ে যাবেন-

File Details- 
File Name - Geo MCQ : Part-5
Type -pdf
Size - 1.5 MB
Click Here To Download


No comments:

Post a Comment