Breaking

Monday 11 February 2019

Download Geography MCQ PDF in Bengali - ভূগোল MCQ পিডিএফ

Download Geography MCQ PDF in Bengali - ভূগোল MCQ পিডিএফ for All Competitive Exams (Part : 4) :


Download Geography MCQ PDF in Bengali - ভূগোল MCQ পিডিএফ
Download Geography MCQ PDF in Bengali - ভূগোল MCQ পিডিএফ 

Hello Friends,
                    আজ আপনাদের জন্য থাকলো ভূগোল বিষয় থেকে বাছাই করা ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পিডিএফ,যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপযোগী।

কিছু নমুনা :

১. বৃষ্টিপাতের পরিমাণের ওপর কৃষি প্রণালী হল -
ক) নিবিড় কৃষি
খ) শুষ্ক কৃষি 
গ) বাণিজ্যিক কৃষি
ঘ) স্থানান্তর কৃষি

২. নিচের কৃষি প্রণালীগুলির মধ্যে যে প্রণালীর মিল নেই -
ক) আর্দ্র কৃষি
খ) সেচ কৃষি
গ) শুষ্ক কৃষি
ঘ) উদ্যান কৃষি 

৩. নিয়মিত ও পর্যাপ্ত পরিমানে বৃষ্টিপাতযুক্ত স্থানের কৃষি প্রণালীর নাম -
ক) আর্দ্র কৃষি 
খ) শুষ্ক কৃষি
গ) সেচ কৃষি
ঘ) স্থায়ী কৃষি

৪. ভৌমজলস্তর ভূপৃষ্ঠের খুব কাছে উঠে এলে মাটি ভিজে থাকে,তখন অনুশীলিত কৃষি প্রনালীটি হল -
ক) সেচ কৃষি
খ) শুষ্ক কৃষি
গ) আর্দ্র কৃষি 
ঘ) বানিজ্যিক কৃষি

৫. বাংলাদেশ ও ইথিওপিয়ার মৌসুমি বৃষ্টিবহুল অঞ্চলের কৃষি প্রণালী হলো -
ক) ব্যাপক কৃষি
খ) বানিজ্যিক কৃষি
গ) উদ্যান কৃষি
ঘ) আর্দ্র কৃষি 

৬. আর্দ্র কৃষি ব্যবস্থার বেশি প্রচলন আছে -
ক) মৌসুমি ও নিরক্ষীয় অঞ্চলে
খ) ভূমধ্যসাগরীয় অঞ্চলে
গ) নাতিশীতোষ্ণ অঞ্চলে
ঘ) তুন্দ্রা অঞ্চলে

৭. মিলেট,জোয়ার,বাজরা যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো -
ক) স্থানান্তর কৃষি
খ) শুষ্ক কৃষি 
গ) সেচ কৃষি
ঘ) প্রথাগত কৃষি

৮. খরাপ্রবণ অঞ্চলে বেলে দোআঁশ মাটিতে উপযুক্ত কৃষি ব্যবস্থা হলো -
ক) খরিপ চাষ
খ) রবি চাষ
গ) শুষ্ক চাষ 
ঘ) আর্দ্র চাষ

৯. শুষ্ক কৃষি যেসব অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ হয় -
ক) ২৫ সেমি
খ) ৫০ সেমি 
গ) ৭৫ সেমি
ঘ) ১০০ সেমি

১০. ভারতের পশিমাংশে স্বল্প বৃষ্টিপাতযুক্ত স্থানে প্রচলিত কৃষি প্রণালী হলো -
ক) এক ফসলি কৃষি
খ) দোহ কৃষি
গ) শুষ্ক কৃষি 
ঘ) সেচ কৃষি

নিচের দেওয়া লিঙ্কে থেকে সম্পূর্ণ PDF ফাইলটি ডাউনলোড করে নিন-


File Details- 
File Name - Geo MCQ : Part-4
Type -pdf
Size - 1.5 MB
Click Here To Download


No comments:

Post a Comment