Breaking

Thursday 24 January 2019

Practice Set of Food SI Exam - খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর

Practice Set of  Food SI Exam - খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর-SET-21 :


WBPSC Food SI Practice Set PDF in Bengali - খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর

Hello Friends,
                    আজও আপনাদের জন্য থাকলো, WBPSC Food SI পরীক্ষার প্রস্তুতির জন্য 50টি প্রশ্নের একটি প্র্যাকটিস সেট/সম্ভাব্য প্রশ্নোত্তর/অনুশীলনী পত্র,যেটা আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে ভীষনভাবে সাহায্য করবে


কিছু নমুনা :

১. হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য -
ক) নগরভিত্তিক          খ) গ্রামভিত্তিক
গ) কৃষিভিত্তিক           ঘ) উপজাতীয়

২. বায়ুর চাপ মাপা হয় -
ক) ব্যারোমিটার            খ) অ্যানিমিটার
গ) অ্যামমিটার              ঘ) কোনটিই নয়

৩. যে মৌলের পরমাণুতে নিউট্রন থাকে না সেটি হল -
ক) নাইট্রোজেন                       খ) হিলিয়াম
গ) সাধারণ হাইড্রোজেন            ঘ) কার্বন

৪. কি অনুপাতে দুধের সঙ্গে জল মিশ্রিত করে বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর আরো ২০% লাভ হবে ?
ক) ২:৫                  খ) ১:৫
গ) ৩:৫                  ঘ) ৪:৫

৫.  ১০০  মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক থেকে ১০ সেন্টিমিটার বাহুর কতগুলি ঘনক তৈরি করা যাবে ?
ক) ১০                খ) ১০০ 
গ) ১০০০            ঘ) ১০০০০ 

PDF File Details-
File Name- FOOD SI Practice Set- 21
Format- pdf
Size- 6 mb

No comments:

Post a Comment