Breaking

Thursday 17 January 2019

ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর - Geography MCQ Questions and Answers in Bengali PDF

ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর - Geography MCQ Questions and Answers in Bengali PDF for All Competitive Exams;Like wbcs,rail,food si etc. :

ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর - Geography MCQ Questions and Answers in Bengali PDF
ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর - Geography MCQ Questions and Answers in Bengali PDF

Hello Friends,
                     কে ম ন  আ ছে ন  আ প না রা  স ক লে ? নিশ্চয়ই খুব ভালো।আজ আপনাদের জন্য থাকলো ভূগোল/Geography  থেকে 20টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল/Geography MCQ Questions-Answers PDF,এটি সমস্ত রকম Competitive Exam,যেমন - wbcs,rail,food si etc exams - এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।


১. ভূত্বকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কাজ করে -
ক) ধীরভাবে                      খ) আকস্মিকভাবে
গ) ধীর ও আকস্মিকভাবে   ঘ) ভূ-অভ্যন্তর থেকে ধাক্কা মেরে

২. অন্তর্জাত শক্তির প্রধান উত্স -
ক) তেজস্ক্রিয় পদার্থের ভাঙন   খ) পাতের চলন
গ) জোয়ার ভাটা                      ঘ) লাভার উদগীরণ

৩. ভূপৃষ্ঠে নানারকম ভূদৃশ্য তৈরী হত,নিচের কোন প্রক্রিয়াটি এতে অংশ নেয় -
ক) ভূমিকম্প                খ) অগ্ন্যুত্পাত
গ) মহিভাবকআলোড়ন  ঘ) নদী প্রবাহ

৪. কোমল শিলাস্তরে সংনমন বল কার্যকরী হয় -
ক) সমস্থিতিক আলোড়নে     খ) আকস্মিক ভূ-আলোড়নে
গ) মহিভাবক ভূ-আলোড়নে  ঘ) গিরিজনি  ভূ-আলোড়নে

৫. ভূমিকম্প ও অগ্ন্যুত্পাত হল -
ক) ইউস্ট্যাটিক আলোড়ন   খ) গিরিজনি আলোড়ন
গ) আকস্মিক আলোড়ন      ঘ) মহিভাবক আলোড়ন

৬. মহাদেশের সৃষ্টি হয় যে আলোড়নে টা হল -
ক) মহিভাবক   খ) গিরিজনি
গ) সমস্থিতি      ঘ) আকস্মিক আলোড়ন

৭. অভ্যন্তরীণ শক্তির উত্স হল -
ক) ম্যাগমার চলন    খ) অভিকর্ষের পার্থক্য
গ) পরিচলন স্রোত    ঘ) অ্যাস্থেনোস্ফিয়ারে উষ্ণতার পরিবাহিতা

৮. ভূমিরূপ গঠনে মুখ্য ভুমিকা পালন করে -
ক) পার্থিব প্রক্রিয়া            খ) মহাজাগতিক প্রক্রিয়া
গ) অতিপ্রাকৃতিক প্রক্রিয়া  ঘ) কোনটাই নয়

৯. নিচের কোন ভূমিরূপ অন্তর্জাত প্রক্রিয়ার ফল  নয় -
ক) ভূমিকম্প      খ) নদী বাঁক বা মিয়েন্ডার
গ) অগ্ন্যুত্পাত     ঘ) ভঙ্গিল পর্বত

১০. নিম্নলিখিতগুলির মধ্যে কোন জুড়িটি কার্য-কারণ সম্পর্কিত -
ক) V-আকৃতির উপত্যকা ও অবরোহণ   খ) V-আকৃতির উপত্যকা ও আরোহণ
গ) স্বাভাবিক বাঁধ ও অবরোহণ     ঘ) ঢালের  পশ্চাত অপসরণ আরোহণ

১১. ভূত্বকে উঁচু ও নিচু স্থানের মধ্যে উচ্চতাজনিত ভারসাম্য লাভের অবস্থাকে বলা হয় -
ক) ইউস্ট্যাটিক সঞ্চলন      খ) পর্যায়ণ
গ) সমস্থিতি                       ঘ) অবরোহণ

১২. ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূ-পৃষ্ঠের সমতলীকরণ  হওয়ার প্রক্রিয়াকে বলা হয় -
ক) সমস্থিতিক সঞ্চলন     খ) ইউস্ট্যাটিক সঞ্চলন 
গ) আবহবিকার               ঘ) পর্যায়ণ

১৩. যে পক্রিয়ায় ক্ষয়্জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জিভবন হয় তা  হল -
ক) পর্যায়ণ        খ) আরোহণ
গ) অবরোহন     ঘ) ভর অপসরণ

১৪. যে প্রক্রিয়ায়  ভুমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল -
ক) অবরোহণ    খ) আরোহণ
গ) পর্যায়ণ         ঘ) আবহবিকার

১৫. পাহাড়ের ঢালে স্ক্রি বা ট্যালাস ঢাল গঠনে নিচের কোন প্রক্রিয়া সক্রিয় -
ক) অবরোহণ       খ) আরোহণ
গ) আবহবিকার    ঘ) পুঞ্জিত স্থলন

১৬. পড়ে থাকা অবশেষ রূপে বক্সাইট বা লৌহ অক্সাইড যে প্রক্রিয়ার ফল তা  হল -
 ক) অবরোহণ        খ) আরোহণ
গ)  ভর অপসরণ    ঘ) আবহবিকার

১৭. ভৌমজলের দ্রবণ ক্ষমতা বেশি হওয়ার কারণ ভূ-পৃষ্ঠীয় জল অপেক্ষা এই জলের -
ক) চাপ ও তাপমাত্রা বেশি       খ) চাপ ও তাপমাত্র কম
 গ) চাপ বেশি তাপমাত্রা কম    ঘ) চাপ ও তাপমাত্রা সমান

১৮. ভৌমজলের পরিমান বাড়ে যখন ভূভাগে -
ক) ভূমির ঢাল বেশি হয়           খ) বাষ্পীভবন বেশি হয়
গ) শিলার প্রবেশ্যতা বেশি হয়   ঘ) নিরেট শিলার উপস্থিতি বেশি হয়

১৯. কাদামাটির স্তর থাকলে ভৌমজলের পরিমাণ -
ক) বেশি হয়           খ) কম হয় 
গ) মোটামুটি হয়      ঘ) অতি কম হয়

২০. নিচের কোন শিলাস্তরে ভৌমজল স্তর গঠিত হতে পারে না -
ক) কাদাপাথর      খ) বেলেপাথর
গ) চুনাপাথর        ঘ) ডলোমাইট

উত্তর তালিকা : ১-খ ২-ক ৩-ঘ ৪-ঘ ৫-গ ৬-ক ৭-ঘ ৮-ক ৯-খ ১০-ক ১১-গ ১২-ঘ ১৩-খ ১৪-ক ১৫-গ ১৬-ঘ ১৭-ক ১৮-গ ১৯-ঘ ২০-ক

নিচের দেওয়া লিংক থেকে ☝️উপরের প্রশ্নোত্তরগুলির পিডিএফ ডাউনলোড করে নিন 👇 

PDF File Details-
File Name- Geography MCQ pdf 
Type- PDF
Size- 3 MB
Click Here To Download


No comments:

Post a Comment