Breaking

Saturday 5 January 2019

General Studies/General Knowledge in Bengali PDF for WB PSC Food Sub Inspector Exam - জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর PDF

WB PSC Food Sub Inspector Exam Special General Studies in Bengali PDF || PSC Food SI Note || Food SI GK pdf - জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর || SET-8 :

WB PSC Food Sub Inspector Exam Special General Studies in Bengali PDF || PSC Food SI Note || Food SI GK pdf - জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর
General Studies/General Knowledge in Bengali PDF for WB PSC Food Sub Inspector Exam - জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর PDF

Hello বন্ধুরা,
                 আজ আমরা আমাদের সাথে শেয়ার করবো জেনেরাল স্টাডিজ থেকে 110টি প্রশ্ন ও উত্তরের PDF/General Studies Question-Answers PDF,যা আপনাকে ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে


কিছু নমুনা প্রশ্ন ও উত্তর -

১. পৃথিবী যে ছায়াপথে অবস্থিত তার নাম কী ?
উত্তর - আকাশগঙ্গা

২. বিশ্বের সবচেয়ে দুষিত শহরের নাম কি ?
উত্তর - মেস্কিকো

৩. পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কোন জেলাকে বলা হয় ?
উত্তর - বর্ধমানকে

৪. ভারতের বৃহত্তম সার কারখানার নাম কি ?
উত্তর -সিন্ধ্রিতে

৫. কে নাইট উপাধি ত্যাগ করেন ?
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর

৬. কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন ?
উত্তর - প্রফুল্লচন্দ্র রায়

৭.  ভারতের বৃহত্তম লৌহ - ইস্পাত কেন্দ্রের নাম কি ?
উত্তর - ছত্তিশগড়ের ভিলাই

৮. ভারতের সবচেয়ে বড় প্রবাল দ্বীপের নাম কি ?
উত্তর - লাক্ষাদ্বীপ।

৯. ভারতের গভীরতম বন্দরের নাম কি ?
উত্তর - বিশাখাপত্তনম।

১০. ভারতের সর্ববৃহৎ তৈল শোধানাগারের নাম কি ?
উত্তর - জামনগর।

১১.  মানচিত্রে অস্তিত্ব নেই এমন একটি দেশের নাম লেখ ?
উত্তর - বেলেডোনিয়া।

PDF File Details-

No comments:

Post a Comment