Breaking

Tuesday 8 January 2019

Bengali Math Online Mocktest For wbcs,rail,tet,police and others Competitive Exams - Math MCQ in Bengali

Bengali Math Online Mocktest For wbcs,rail,tet,police and others Competitive Exams - Math MCQ in Bengali :

Bengali Math Online Mocktest For wbcs,rail,tet,police and others Competitive Exams - Math MCQ in Bengali
Bengali Math Online Mocktest For wbcs,rail,tet,police and others Competitive Exams - Math MCQ in Bengali
Hello Friends,
                       সবাই কেমন আছেন?আজ আপনাদের জন্য থাকলো, অঙ্ক/গণিত (অনুপাত-সমানুপাত স্পেশাল) - বিষয় থেকে একটি 20 নং এর Online Mock test,যেটা আপনাকে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।

Mathematics - Online Mocktest-83


  1. 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে ?

  2. 27
    34
    17
    19

  3. এক অসৎ ব্যবসায়ী 9% ক্ষতিতে কোনো কাপড়ের গাঁট বিক্রি করে,কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটারের পরিবর্তে 91 সেমি হিসাবে দেয়।তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত?

  4. 10% লাভ
    9% ক্ষতি
    9% লাভ
    কোনোও লাভ বা ক্ষতি হয়না

  5. এক ব্যক্তি 10% লাভে চাল বিক্রি করে।প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হত।তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয়মূল্য কত?

  6. 10 টাকা
    11 টাকা
    9 টাকা
    21 টাকা

  7. এক ব্যক্তি 680 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমান লাভ হয়,420 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়।তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত?

  8. 500 টাকা
    450 টাকা
    550 টাকা
    575 টাকা

  9. একটি ঘড়ি তিনজন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে 25% লাভে বিক্রয় করে।তৃতীয় ব্যবসায়ীর ক্রয়মূল্য 750 টাকা হলে,প্রথম ব্যবসায়ী কত টাকায় ঘড়িটি কিনেছিল?

  10. 483 টাকা
    564 টাকা
    384 টাকা
    374 টাকা

  11. এক ব্যক্তি একটি টিভি সেট 20% লাভে বিক্রয় করে।যদি টিভিটি আরও 525 টাকা বেশিতে বিক্রয় করা হত,তাহলে 25% লাভ হত।তবে টিভি সেটটি 40% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত?

  12. 17,400 টাকা
    14,700 টাকা
    15,700 টাকা
    17,500 টাকা

  13. এক ব্যক্তি একটি দ্রব্য 14% লাভে বিক্রয় করে।যদি ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য উভয় 117 টাকা কম হত,তখন আরও 9% বেশি লাভ হয়।তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত?

  14. 199 টাকা
    399 টাকা
    299 টাকা
    349 টাকা

  15. এক ব্যক্তি 35% লাভে আম বিক্রয় করে।যদি প্রতি আম 10 পয়সা কমে বিক্রয় হত,তবুও 20% লাভ হয়।তবে প্রতিটি আমের বিক্রয়মূল্য কত?

  16. 90 পয়সা
    80 পয়সা
    95 পয়সা
    1 টাকা

  17. A এবং B একত্রে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে।B একা ওই কাজটি 8 দিনে শেষ করে।5 দিন কাজ করার পর B চলে যায়,তবে বাকি কাজ A কতদিনে শেষ করবে?

  18. 9 দিন
    8 দিন
    6 দিন
    12 দিন

  19. B একটি কাজ 22 দিনে করতে পারে।12 দিন কাজ করার পর B চলে যায়।বাকি কাজ A 5দিনে শেষ করে।তবে A একা ওই কাজটি কতদিনে শেষ করবে?

  20. 11 দিন
    10 দিন
    12 দিন
    14 দিন




মক টেস্টটি দেওয়া হয়ে গেলে সঠিক উত্তর গুলি দেখে নিন -  1-C,2-D,3-B,4-C,5-C,6-B,7-C,8-A,9-A,10-A

2 comments: