Breaking

Saturday 1 December 2018

Child Study and Pedagogy Online Mock Test in Bengali || Sikshan Mandir

Child Study and Pedagogy Online Mock Test in Bengali :

Child Study and Pedagogy Online Mock Test in Bengali
Child Study and Pedagogy Online Mock Test in Bengali

Hello Friends,
                       সবাই কেমন আছেন?আজ আপনাদের জন্য থাকলো, শিশুশিক্ষা বিষয় থেকে একটি 20 নং এর Online Mocktest,যেটা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।


CHILD STUDYOnlinMocktest-66


  1. 'সর্বশিক্ষা অভিযান'- প্রকল্প শুরু হয়েছে -

  2. ২০০০-০১ শিক্ষাবর্ষ থেকে
    ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে
    ২০০২-০৩ শিক্ষাবর্ষ থেকে
    ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষ থেকে

  3. 'সর্বশিক্ষা অভিযান' প্রকল্পটি 'সর্বশিক্ষা মিশন' নামে অভিহিত হয় -

  4. ২০০৫ সাল থেকে
    ২০০৬ সাল থেকে
    ২০০৭ সাল থেকে
    ২০০৮ সাল থেকে

  5. সি.এল.আর.সি কী ?

  6. চক্রস্তরে প্রশাসন কেন্দ্র
    চক্রস্তরে সম্পদ কেন্দ্র
    চক্রস্তরে প্রশাসন ও সম্পদ কেন্দ্র
    কোনোটিই নয়

  7. শিক্ষকের প্রধান গুরুত্বপূর্ণ কাজ হল -

  8. শিক্ষা বিষয়ক কাজকর্ম সংগঠিত করা
    ক্লাসে বক্তৃতা দেওয়া
    ছাত্রদের দেখাশোনা করা
    ছাত্রদের মূল্যায়ন করা

  9. একজন শিক্ষকের উচিত -

  10. সৎ হওয়া
    পরিশ্রমি হওয়া
    দায়িত্ববান হওয়া
    সময়নিষ্ঠ হওয়া

  11. পরিবেশবিদ্যা বিদ্যালয়ে পড়ানো উচিত, কারণ -

  12. এটা পরিবেশ দূষণের উপর প্রভাব বিস্তার করবে
    এটা জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ
    এটা শিক্ষকতার চাকরির ব্যবস্থা করবে
    পরিবেশ থেকে আমরা আলাদা থাকতে পারি না

  13. নবোদয় বিদ্যালয় তৈরি করার উদেশ্য -

  14. গ্রামীণ অঞ্চলে বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করা
    গ্রামীণ অঞ্চলে সুশিক্ষার ব্যবস্থা করা
    সর্বশিক্ষা অভিযান শেষ করা
    গ্রামীণ অঞ্চলে শিক্ষার অপব্যয় রোধ করা

  15. তুমি নিচের চার প্রকার চাকরির সবকটাতেই নির্বাচিত হয়েছ । তুমি কোন চাকরিটা নিতে চাও ?

  16. শিক্ষকতার চাকরি
    পুলিশের চাকরি
    সৈনিকের চাকরি
    ব্যাংকের চাকরি

  17. ব্লাকবোর্ড লেখার ক্ষেত্রে কোনটা বিশেষ গুরুত্বপূর্ন ?

  18. ভালো হস্তাক্ষর
    লেখায় পরিচ্ছন্নতা
    লেখা বড়ো অক্ষরে হবে
    লেখা ছোট অক্ষরে হবে

  19. কিছু ছাত্র শিক্ষক দিবসে তোমাকে গ্রিটিংস কার্ড পাঠিয়েছে । তুমি কি করবে ?

  20. কিছুই করবে না
    তাদের ধ্যনবাদ দেবে
    তাদের অর্থ অপচয় করতে বারণ করবে
    প্রত্যুত্তরে তাদেরকেও শুভেচ্ছা জানাবে




মকটেস্টটি দেওয়া হয়ে গেলে উপরের প্রশ্নগুলির সঠিক উত্তর গুলি দেখে নিন -

1-B,2-B,3-C,4-A,5-C,6-B,7-B,8-A,9-A,10-B

No comments:

Post a Comment