Breaking

Monday 5 November 2018

Primary Tet Practice Set PDF Download in Bengali || প্রাথমিক টেট প্রশ্ন || প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন উত্তর || mcq প্রশ্ন ও উত্তর

Primary Tet Practice Set PDF Download in Bengali  :-

Primary Tet Practice Set PDF Dawnload in Bengali

Hello Friends,
                   কেমন আছেন ?নিশ্চয়ই খুব ভালো। আপনি  নিশ্চয়ই একজন প্রাইমারি টেট/Primary Tet পরীক্ষার্থী ?তাহলে বলুন যে পরীক্ষার প্রস্তুতি কি রকম নিচ্ছেন ?
কি,ঠিকঠাক ভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন কিন্তু ভালো স্টাডি মেটিরিয়াল্স এর অভাবে প্রস্তুতি ঠিক-ঠাক ভাবে নেওয়া হচ্ছে না  পাচ্ছেন না 
                         তো চলুন আপনার এই সমস্যার সমাধান করা যাক,আপনাদের এই সমস্যার সমাধান করতে শেয়ার করবো প্রাইমারী টেট পরীক্ষা স্পেশাল ২০ নং এর একটি প্র্যাকটিস সেটের  পিডিএফ ফাইল/Primary Tet Practice Set PDF Dawnload in Bengali  ,যা আপনাকে পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণ ভাবে সাহায্য করবে

প্রাইমারি টেট প্রস্তুতি – প্র্যাকটিস সেট - ২


১. কিন্ডার গার্ডেন স্কুল প্রথম স্থাপন করেন –

a. মন্তেসরি
b. ফ্রয়েবেল
c. প্রাইজেন
d. ওয়াস্তাকার্ন

২. মানসিক রোগের একটি ভাগ হলো –

a. সাইকোসিস
b. পুরণ প্রয়াস
c. অবদমন
d. অভিক্ষেপ

৩. “চুঁইয়ে পড়া নীতি” প্রবর্তন করেন –

a. বেন্টিঙ্ক
b. মেকলে
c. ডালহৌসি
d. লর্ড কার্জন

৪. “সমস্যা পদ্ধতিটি” কার –

a. রুশোর
b. বিবেকানন্দের
c. ফ্রয়েবেলের
d. জন ডিউইর                                                                                                       
৫. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমান বেশি –

a. নাইট্রোজেন
b. অক্সিজেন
c. মিথেন
d.  কোনটিই নয়

৬. ভূ-তাপমাত্রা বৃদ্ধির কারণ কারণ –

a. পেট্রোল
b. ওজোনস্তরের ক্ষয়
c. গ্রিন হাউস গ্যাস
d. কোনটিই নয়

৭. বায়ুমন্ডলে অক্সিজেনের মূল উত্স –

a. রেচন
b. শ্বসন
c. সালোক সংশ্লেষ
d.  উড্ডয়ন

৮. বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র –

a. ব্যারোমিটার
b. হাইড্রমিটার
c. PH মিটার
d. অ্যামোমিটার

৯. “নদী শব্দের প্রতিশব্দ –

a. প্রবাহমান
b. সরিৎ
c. উপসাগর
d. প্রবাহমান জলাশয়

১০. “করমের যুগ এসেছে” কবিতাটি কোন কবির –

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. প্রেমেন্দ্র মিত্র
c. বিমল চন্দ্র ঘোষ
d. মুকুন্দ দাস  

১১. “সুনন্দ”-কোন লেখকের ছদ্মনাম –

a. নারায়ণ বন্দ্যোপাধ্যায়
b. নারায়ণ গঙ্গোপাধ্যায়
c. রমাপদ চৌধুরি
d. দেবেশ রায়

১২. “সইতে হল । ”-বাক্যটির বাচ্য নির্ণয় করুন –

a. কর্তৃবাচ্য
b. কর্মবাচ্য
c. ভাববাচ্য
d. কোনটিই নয়


Choose the most appropiate synonyum of the question word :

13. Vocation –

a. hobby
b. encination
c. occupation-
d. wish

14. encounter –

a. tolerate
b. overcome
c. run away
d. face

15. pragmatic –

a. practical
b. imaginative
c. optomistic
d. pessumistic

16. cordial –

a. collective
b. warm
c. cold
d. official

১৭. এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করে।বইটি 5 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 15% লাভ হত।বইটির বিক্রয়মূল্য কত -

a. 18 টাকা
b. 20 টাকা
c. 15 টাকা
d. 22 টাকা

১৮. একটি বাইসাইকেল তিনজন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে 5% ক্ষতিতে বিক্রয় করে।তৃতীয় ব্যবসায়ীর ক্রয়মূল্য 6859 টাকা হলে,প্রথম ব্যবসায়ী কত টাকায় বাইসাইকেলটি কিনেছিল -

a. 6900
b. 7000
c. 8000
d. 7950

১৯. এক ব্যক্তি 3টাকা মূল্যের 30টি কলা কিনলো। 16টি কলা 15% লাভে এবং বাকি কলা 30% লাভে বিক্রয় করায় মোটের ওপর লাভের হার কত -

a. 33%
b. 22%
c. 17%
d. 31%

২০. কিছু সংখ্যক লোক 12 দিনে একটি কাজ করে । কিন্তু কাজের শুরুতেই 8 জন লোক অনুপস্থিত হওয়ায় কাজটি শেষ হয় 20 দিনে।প্রথমে কতজন লোক ছিল  -

a. 18 জন
b. 20জন
c. 22জন
d. 24 জন


উত্তরের তালিকা –

১. b. ফ্রয়েবেল ,২. a. সাইকোসিস ,৩. d. লর্ড কার্জন ,৪. d. জন ডিউইর,৫. a. নাইট্রোজেন ,৬. c. গ্রিন হাউস গ্যাস ,৭. c. সালোক সংশ্লেষ ,৮. c. PH মিটার ,৯. b. সরিৎ ,১০. d. মুকুন্দ দাস  ,১১. b. নারায়ণ গঙ্গোপাধ্যায় ,১২. c. ভাববাচ্য ,১৩. c. occupation,১৪. d. face ,১৫. a. practical ,১৬. b. warm ,১৭. a. 18 টাকা ,১৮. c. 8000 ,১৯. b. 22% ,২০. b. 20জন

আপনারা চাইলে নিচের দেওয়া লিংক থেকে এই প্র্যাকটিস সেটের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন,যাতে সেটা অফলাইনে পড়তে আপনাদের সুবিধা হয় -

PDF File Details-
File Name- Primary Tet Practice Set 2
Format- PDF
Size-0.6 MB
Click Here To Download


6 comments:

  1. Thanks for comment...আপনারা এইভাবে কমেন্ট করলে আমরা খুবই উৎসাহ পাই আরো ভালো ভালো স্টাডি মেটিরিয়ালস আপনাদের দেওয়ার জন্য।

    ReplyDelete
  2. nice. .most helpful. ..please share math solution ...its more better ...

    ReplyDelete
  3. Khub valo...primary tet er Jonho r o chai...pls...english.

    ReplyDelete
  4. Sir আরো উন্নত করুন

    আপনার উপর ভরসা করে চলছি

    ReplyDelete
  5. Primary tet er jonno bengaluru pdf din plz.

    ReplyDelete