Breaking

Sunday 4 November 2018

Environment Studies MCQ in Bengali ||পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর

Environment Studies MCQ  in Bengali :-

পরিবেশ বিজ্ঞান থেকে প্রশ্ন ও উত্তর

Hello Friends,
                   কেমন আছেন আপনারা?নিশ্চয়ই খুব ভালো। আপনারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন যে,প্রাইমারী টেট/primary tet,Ctet এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে নানারকম প্রশ্ন এসে থাকে,আর সেই সময় সেই সকল প্রশ্নের সাথে আপনার যাতে সহজেই মোকাবিলা করতে পারেন,সেই জন্যই আজ আমরা আমাদের সাথে শেয়ার করবো পরিবেশ বিদ্যা থেকে ১০টি (MCQ) প্রশ্ন ও উত্তর


পরিবেশ বিদ্যা

১. বনের বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদক হলো -

a. উদ্ভিদ
b. বাঘ
c. হরিণ 
d. শিয়াল

২. BOD কোনটির স্বাস্থ নির্ণয় করে -

a. মাটি
b. বায়ু
c. জল 
d. আদ্রতা

৩. রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বসুন্ধরা বৈঠক হয়েছিল কিজন্য -

a. শিল্পের জন্য
b. পরিবেশের জন্য 
c. জলনীতির জন্য
d. শান্তির জন্য

৪. আয়নায়িত বিকিরণের মাত্রার একককে বলে -

a. RAD 
b. ROM
c. CAD
d. PMD

৫. চের্নোবিলের ঘটনা ঘটেছিল কোন বছরে -

a. ১৯৭০
b. ১৯৮৪
c. ১৯৯৪
d. ১৯৮৬ 

৬. "রাফটার" শব্দটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত -

a. বনভূমি
b. জলভূমি 
c. তৃণভূমি
d. স্থলভূমি

৭. ভূ-পৃষ্ঠের গড় উষ্ণতা কত -

a. ২১০℃
b. ২২০℃ 
c. ৩২০℃
d. ২৩০℃

৮. ফ্লাই অ্যাশ - এর কাঁচামালের উৎস কি -

a. তাপবিদ্যুৎ কেন্দ্র 
b. দাবানল
c. ইটভাটা
d. কারখানার বর্জ্য

৯. বিশ্বে সর্বাধিক পারমাণবিক শক্তি কোথায় উৎপন্ন হয় -

a. ভারতে
b. রাশিয়ায়
c. আমেরিকায় 
d. জার্মানিতে

১০. মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায় -

a. জাপানে
b. ভারতে
c. কানাডাতে
d. চিনে



1 comment: