Breaking

Friday 16 November 2018

Online Mocktest On Child Study and Pedagogy in Bengali For Primary Tet/Ctet Exam || শিশুশিক্ষা ও শিশুমনস্তত্ত্ব অনলাইন মকটেস্ট - প্রাথমিক টেট

Online Mocktest On Child Study and Pedagogy in Bengali For Primary Tet/Ctet Exam :-

child study online mocktest in bengali
Hello Friends,
                       সবাই কেমন আছেন?আজ আপনাদের জন্য থাকলো, শিশুশিক্ষা ও শিশুমনস্তত্ত্ব বিষয় থেকে একটি 20 নং এর Online Mocktest,যেটা আপনাকে Primary Tet,Ctet ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।



Child Study - Online Mocktest-58


  1. "কৃত্রিম শৃঙ্খলা"-বলতে বোঝায় -

  2. বাইরের শাসনে বিশৃঙ্খলা দমন
    অন্যের শৃঙ্খলার অনুকরণ
    বিশৃঙ্খলা থেকে সাময়িকভাবে শৃঙ্খলা প্রদর্শন
    শৃঙ্খলা তৈরি করার কৌশল অর্জন

  3. ইতিবাচক শৃঙ্খলা ও স্বাধীনতা পরস্পরের -

  4. প্রতিবন্ধক
    পরিপূরক
    প্রতিরোধক
    কোনোটিই নয়

  5. পুরানো রাশিয়ার ছাত্র-স্বায়ত্ত শাসন প্রথার নাম ছিল -

  6. Little Commonwealth
    'junior' Republic
    Collective Movement
    কোনোটিই নয়

  7. খেলার শিক্ষামূলক সম্ভাবনা খুব বেশি,কারণ-

  8. খেলার জন্য মনোসংযোগের খুব প্রয়োজন
    আত্মশৃঙ্খলার সৃষ্টি হয়
    নিয়মানুবর্তিত হয়
    দলগত শৃঙ্খলার সৃষ্টি হয়

  9. কোঠারি কমিশন কাজ শুরু করেন -

  10. ২ অক্টেবর,১৯৬৪ (গান্ধীজির জন্মদিনে)
    ১৪ নভেম্বর,১৯৬৪ (জওহরলাল নেহেরুর জন্মদিনে)
    ২৬ জানুয়ারি,১৯৬৫
    কোনোটিই নয়

  11. কোঠারি কমিশন কাজ শেষ করেন -

  12. ১৯৬৫-র জুন মাসে
    ১৯৬৬-র জুন মাসে
    ১৯৬৭-র জুন মাসে
    ১৯৬৮-র জুন মাসে

  13. কোঠরি কমিশন চলাকালীন ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন -

  14. প্রতাপচন্দ্র
    অর্জুন সিং
    এম.সি. চাগলা
    পানাবাকা লক্ষ্মী

  15. দেশের শিক্ষা ব্যবস্থার 10+2+3= Pattern সুপারিশ করেন -

  16. মুদালিয়র কমিশন
    এন.সি.ই.আর.টি
    কোঠারি কমিশন
    রাধাকৃষ্ণণ কমিশন

  17. পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অশোক মিত্র শিক্ষা কমিশন গঠিত হয় -

  18. ১৯৯০
    ১৯৯১
    ১৯৯২
    ১৯৯৩

  19. পশ্চিমবঙ্গের পঞ্চম শ্রেণী থেকে ইংরেজি চালু করার সুপারিশ করেন -

  20. অশোক মিত্র কমিশন
    পবিত্র সরকার কমিটি
    রাজ্য সরকার
    সুধাংশুবিমল মজুমদার কমিটি






No comments:

Post a Comment