Breaking

Wednesday 26 September 2018

Primary Tet Special Practice Set [All Subject Cover] PDF In Bengali || প্রাইমারি টেট স্পেশাল প্রশ্ন উত্তর [M.C.Q. Type] || প্রাইমারি টেট প্রস্তুতি

Hello Friends,
                   কেমন আছেন ?নিশ্চয়ই খুব ভালো। আপনি  নিশ্চয়ই একজন প্রাইমারি টেট পরীক্ষার্থী ?তাহলে বলুন যে পরীক্ষার প্রস্তুতি কি রকম নিচ্ছেন ?
কি,ঠিকঠাক ভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন কিন্তু ভালো স্টাডি মেটিরিয়াল্স পাচ্ছেন না .তো চলুন আপনার এই সমস্যার সমাধান করা যাক .
আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রাইমারী টেট পরীক্ষা স্পেশাল ২০ নং এর একটি প্র্যাকটিস সেটের  পিডিএফ ফাইল ,যা আপনাকে পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণ ভাবে সাহায্য করবে.


              আপনারা এই পেজের নিচে PDF DAWNLOAD লিংক পেয়ে যাবেন.

বাংলা :-

১. ‘রাজপুত’ – শব্দের স্ত্রীলিঙ্গ নির্বাচন করুন –
a. রাজপুতানা
b. রাজপুতী
c. রাজপুতানী
d. রাজপুতানি

২.‘পারিজাত’ –  সমাস নির্ণয় করুন –
a. পারি হইতে জাত
b. পারির জাত
c. পারি জাত যে
d. পারি কিন্তু জাত

৩.‘গ্রাস’ –  পদ পরিবর্তন করুন –
a. গ্রাসি  
b. গ্রস্থ 
c. গ্রাসস্থ
d. গ্রাস্য

৪.‘অনুগ্রহ’ – বিপরীত শব্দ নির্বাচন করুন –
a. বিগ্রহ
b. আগ্রহ
c. নিগ্রহ
d. অনাগ্রহ

(১. d. রাজপুতানি , ২. a. পারি হইতে জাত , ৩. b. গ্রস্থ , ৪. c. নিগ্রহ )

শিশুশিক্ষা :-

৫.শিক্ষার প্রধান লক্ষ্য কি –
a. সমাজ গঠন করা
b. ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করা
c. ব্যক্তিত্বের বিকাশ ঘটানো
d. সবগুলিই

৬.শিক্ষার উদ্দেশ্য বলতে বোঝায় –
a. জ্ঞান লাভ করা
b. বহুমুখী বিকাশের পদ্ধতি
c. জাতীয় সংহতির বোধ লাভ করা
d. সবগুলিই

৭. শিক্ষার অন্যতম প্রধান উপাদান হল –
a. পরিবেশ
b. সমাজ
c. অর্থনৈতিক অবস্থা
d. সামাজিক অবস্থা

৮. শিক্ষা শব্দটি এসেছে –
a. গ্রিক
b. ল্যাটিন
c. জার্মান
d. আমেরিকান

(৫. c. ব্যক্তিত্বের বিকাশ ঘটানো  , ৬. b. বহুমুখী বিকাশের পদ্ধতি  ,৭. a. পরিবেশ  ,৮. b. ল্যাটিন )

ইংরেজি :-

Choose the appropriate preposition to fill in the blanks :

৯. Not many people write ____ the left hand .
a. by
b. with
c. on
d. in

১০. We should take care ____ our health.
a. at
b. in
c. for
d. of

১১. Smoking is injurious ____ health.
a. at
b. for
c. to
d. on

১২. The committee consists ____ seven members.
a. of
b. by
c. with
d. for

(.b. with , ১০. d. of, ১১. c. to, ১২. a. of)

পরিবেশ বিদ্যা :-

১৩. ভারতের ক্ষুদ্রতম মহাদেশ –
a. চীন
b. আফ্রিকা
c. ওশিয়ানিয়া
d.  জাপান

১৪. আরাবাড়ি নামটি কার সঙ্গে সম্পর্কিত –
a. চিপকো আন্দোলন
b. সাইলেন্ট ভ্যালি আন্দোলন
c. যৌথ বন ব্যবস্থা
d. বন মহোত্সব

১৫. পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা সমুদ্রের জল –
a. ৬৮.২%
b. ৯৭.২%
c. ৮৭.২৬%
d. ৬৭.২%

১৬. জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত –
a. উত্তরাঞ্চলে
b. উত্তরপ্রদেশে
c. মধ্য প্রদেশে  
d. রাজস্থানে

(১৩. b. আফ্রিকা ,১৪. c. যৌথ বন ব্যবস্থা , ১৫. d. ৬৭.২%, ১৬. a. উত্তরাঞ্চলে)

গণিত :-

১৭. দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 38 ও 4 হলে,সংখ্যা দুটির গুনফল কত?
a. 537
b. 375
c. 357
d. 753

১৮. কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 653,869 ও 1229-কর ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে ?
a. 36
b. 54
c. 72
d. 108

১৯. কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত?
a. 50
b. 25
c. 60
d. 75

২০. এক কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে 12 টাকা ,তবে ওই চায়ের নতুন মূল্য কত ?
a. 48 টাকা
b. 60 টাকা
c. 72 টাকা
d. 36 টাকা

(১৭. c. 357, ১৮. c. 72, ১৯. a. 50 , ২০. b. 60 টাকা)

 নিচের দেওয়া লিংক থেকে প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড করে নিন,যাতে আপনি অফলাইনেও সেটা স্টাডি করতে পারেন –

PDF File Details-
File Name- Primary Tet Prepration
Format- PDF
Size-0.6 MB
Click Here To Download The PDF File

পোস্ট টি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন     

No comments:

Post a Comment