Breaking

Saturday 15 September 2018

সাধারণ জ্ঞান pdf || সাধারণ জ্ঞান থেকে 115টি প্রশ্নোত্তর || General Knowledge Pdf In Bengali For All Competitive Exam Like Wbcs/Tet/Food/Rail Exam || Bangla Gk pdf


Hello Friends,
                   কেমন আছেন আপনারা?নিশ্চয়ই খুব ভালো। আপনারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন যে,বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়/Competitive Exam সাধারণ জ্ঞান/General Knowledge থেকে নানারকম প্রশ্ন এসে থাকে,আর সেই সময় সেই সকল প্রশ্নের সাথে আপনার যাতে সহজেই মোকাবিলা করতে পারেন,সেই জন্যই আজ আমরা আমাদের সাথে শেয়ার করবো সাধারণ জ্ঞান থেকে 115টি প্রশ্নোত্তরের একটি পিডিএফ ফাইল/ General Knowledge Question-Answers PDF.

তবে পিডিএফ ফাইলটি ডাউনলোড করার আগে প্রশ্নগুলি একবার দেখে নিন 👇



১. মানুষের শরীরে রাসায়নিক দূত হিসেবে কাজ করে হরমোন।

২. মেরুরজ্জুর স্নায়ু সংখ্যা ৩১ জোড়া।

৩. রক্ত শূন্য হলে চুপসে যায় শিরা।

৪. মানুষের দেহে কিডনি আছে ২টি।

৫. শ্বসন্তন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস।

৬. মানব দেহে পানির পরিমাণ -৬০-৭০%।

৭. মানুষের লালারসে যে এনজাইম থাকে- আমাইলেজ।

৮. মানুষের মুখগহ্বরে লালাগ্রন্থি ৩ জোড়া।

৯. দাড়িগোঁফ গজায় যে হরমোনের কারনে টেস্টোস্টেরন হরমোন।

১০. শিতকালে চামড়া ফাটার কারন- বাতাসের আপেক্ষিক আদ্রতা কম থাকে বলে।

১১. জীবনরক্ষাকারী হরমোন অ্যালডোস্টেরন।

১২. শ্বাশ-প্রশ্বাস কতক্ষন বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয়- ৩.৫ মিনিট।

১৩. রক্ত সঞ্চালন কতক্ষণ বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয় ৫ মিনিট।

১৪. দেহকোষে কোন ধরণের কোষ বিভাজন দেখা দেয় মাইটোসিস।

১৫. স্মৃতি সংরক্ষণ করে মস্তিষ্কের যে অংশ হিপেক্যাম্পাস।

১৬. মানব্দেহে মোট কোষের সংখ্যা ১০।

১৭. ব্ল্যাড ক্যান্সার হয় রক্তে শ্বেত কণিকা বেড়ে গেলে।

১৮. ইনসুলিনের কাজ হল রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা।

১৯. রক্তে লোহিত ও শ্বেত কনিকার অনুপাত ৫০০:১।

২০. মানব দেহের সবচেয়ে দৃঢ় ও দীর্ঘ অস্থি উরু অস্থি।

২১. শিরা কণ ধরপের রক্ত বহন করে - CO2.

২২. পনির আমিষ জাতীয় খাদ্য ।

২৩. শিশুদের রিকেটস হয় ভিটামিন D এর অভাবে।

২৪. ভিটামিন K কিসে দ্রাব্য? – চর্বিদ্রাব্যে।

২৫. মানুষের দৈহিক ওজনে পানির পরিমাণ- ৫৫-৬৫%।

২৬. মানুষ প্রইয়োজনীয় পানির যে অংশ সরাসরি গ্রহণ করে- দুই তৃতীয়াংশ।

২৭. প্রতিদিন মানব্দেহে থকে পানি নিঃসৃত হয়- ২.৬ লিটার।

২৮. কোন খাদ্যে সব ধরণের খাদ্য উপাদান বিদ্যমান দুধে।

২৯. রক্তের PH – ৭.২-৭.৪.

৩০. হিমোগ্লোবিন বিহীন রক্ত কোষ শ্বেত কণিকা।

৩১. মানব্দেহের ছাঁকন যন্ত্র বৃক্ক/কিডনি।

৩২. মানুষের মুতের PH – ৪.৭৮।

৩৩. জিহ্বার অগ্রভাগ কোন ধরণের স্বাদ গ্রহণ করে- মিষ্টি।

৩৪. সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে তা আমরা অনুভব করতে পারি কতক্ষণ পর - ৮ মিনিট ২০ সেকেন্ড।

৩৫. চোখের রেটিয়ানায় কোন ধরণের প্রতিবিবম সৃষ্টি হয় উল্টো।

৩৬. কোনো বস্তুকে একই সাথে দুই চোখের সাহায্যে এককভাবে দেখাকে বলেদ্বি-নেত্র দৃষ্টি/বাইনোকুলার ভিশন।

৩৭. চক্ষু দৃষ্টি সঞ্চার করে আলকের মাধ্যমে।

৩৮. চোখের কত অংশ বাইরে উন্মচিত ৬ ভাগের ১ অংশ।

৩৯. মানুষের মস্তিষ্ক ভাগ করা হয় ৩ ভাগে। (প্রোজেন্সেফালন/মেজেনসেফালন/রম্বেনসেফালন)।

৪০. স্মৃতি,ব্যক্তিত্ব,ধীশক্তি ইত্যাদি গুনাবলীর
কেন্দ্রস্থল হল সেরিব্রাল কটেক্স।

৪১. শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ ইত্যাদি অনুভূতি বঢ থাকে থ্যালামাসে।

৪২. হৃৎপিণ্ডের সাথে আবেগ স্পন্দিত করে মস্তিষ্কের যে অংশ এমিগডলো।

৪৩. হরমোন, রক্তচাপ, ও শড়িরের তাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ হাইপ্তহ্যালামাস।

৪৪. একটি পরিণত শুক্রাণুর কয়টি অংশ ৩ টি।

৪৫. পরিপাক শুক্রাণু ও ডিম্বানু নিউক্লিয়াসের একীভবন হল নিষেক।

৪৬. শিসুর জন্মকালীন ওজন ৩.১৭-৩.৬২ কেজি।

৪৭. মানব দেহের মস্তিষ্কের সক্রিয় অংশ ১০%।

৪৮. স্মৃতি কয় ধরণের ৩ ধরণের। (ক্ষনিক/স্বল্পস্থায়ী/দীর্ঘস্থায়ী)

৪৯. মানব্দেহে PH এর মাত্রা বজায় রাখার সিস্টেম হল বাপার সিস্টেম।

৫০. মস্তিষ্কের স্থিতিস্থাপকতাকে বলে প্লাস্টিসিটি।

৫১. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে - টমাস আলভা এডিসন।

৫২.একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় - শোয়া অবস্থায়।

৫৩. সমুদ্র নীল দেখানোর কারন হলো আপতিত সূর্য রশ্মির - বিক্ষেপন।

৫৪. শব্দ বিস্তারের জন্য প্রয়োজন হয় - যে কোনো মাধ্যমের, কঠিন, তরল বা গ্যাসীয়।

৫৫. ন্যানো সেকেন্ড হলো - এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ।

৫৬. শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন - শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।

৫৭.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে - 8.32 মিনিট।

৫৮. যে সর্বোচ্চ শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে তা হলো -105 ডেসিবেল।

৫৯. চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে - বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে।

৬০.টেলিফোনের আবিস্কারক - আলেকজান্ডার গ্রাহাম বেল।

৬১. সূর্য রশ্মি কি গতিতে গমন করে - সেকেন্ডে 1,86,000 মাইল বেগে।

৬২. "থিউরি অব রিলেটিভিটি" এর উদ্ভাবক কে - আলবার্ট আইনস্টাইন।

৬৩. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় - টাংস্টেন।

৬৪. একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ হবে - সমান বা একই হয়।

৬৫. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি নির্গত হয় - গামা রশ্মি।

৬৬. জলকে বরফে পরিনত করলে এর আয়তন - বাড়ে।

৬৭.বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না - লাল , নীল, সবুজ।

৬৮. কোথায় সাঁতার কাটা কম অসাধ্য - সাগরে।

৬৯. উষ্ণতার একক কিভাবে পরিমাপ করা হয় -কেলভিন।

৭০. হীরা অন্ধকারে চক চক করে কেন - উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে।

৭১. আবহাওয়ার 90% আদ্রতা বলতে কি বুঝায় - বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%

৭২. ভূমিকম্প মাপার যন্ত্র কি - সিসমোগ্রাফ বা সিসমোমিটার।

৭৩. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র - ট্যাকোমিটার।

৭৪. কোন যন্ত্র দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয় - অ্যামিটার।

৭৫. বাতাসের আদ্রতা পরিমাপ যন্ত্র - হাইগ্রোমিটার।

৭৬.ডুবোজাহাজ হতে জলের উপরে কোন বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় - পেরিস্কোপ।

৭৭. পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কী - হীরক।

৭৮. সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে হবে - 32 ফারেনহাইট।

৭৯.Electric bill is calculated in - kilowatt hour.

৮০. বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন - শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয়।

৮১. কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে - কালো দেখায়।

৮২. মেঘাচ্ছন্ন আকাশের রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কারন - মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকরণে বাধা দেয়।

৮৩. দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের - বেগুনি।

৮৪. টুথপেস্টের প্রধান উপাদান - সাবান ও পাউটার।

৮৫. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় - কালো।

৮৬. মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয় - অবতল।

৮৭. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয় কারণ - এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।

৮৮. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন - মধ্যাকর্ষণ বলের জন্য।

৮৯. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি - কঠিন।

৯০. একক সময়ে শব্দ যে দুরত্ব অতিক্রম করে তাকে বলে - শব্দের গতি।

৯১. বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে - রোধ বাড়বে।

৯২. প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য - তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে।

৯৩. International System of Unit কে সংক্ষেপে বলে - S.I পদ্ধতি।

৯৪. কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায় - সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।

৯৫. নিউটন কি - বলের একক।

৯৬. পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে -পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়।

৯৭. দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে বলে - প্রতিসরণ।

৯৮. লাল ও সবুজ রং মিশিয়ে কোন রং পাওয়া যায় - হলুদ।

৯৯. ডায়নামো কি ?- যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।

১০০.কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায় - জল

১০১. চুম্বকের আকর্ষন কোন অংশে বেশি - দুই মেরুতে।

১০২. কোনটি নবীনযোগ্য শক্তির উৎস - সূর্যরশ্মি।

১০৩.20° সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট - 68° F

১০৪. জলের তাপমাত্রা থেকে এ উন্নীত হলে জলের ঘনত্ব - বাড়বে।

১০৫.কাজের একক কোনটি - জুল।

১০৬. স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয় - ওজন।

১০৭. স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কি বলে - প্লবতা। 

১০৮. কোনটি জেনেরেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে - কয়েলে পেঁচ সংখ্যা বৃদ্ধি করে।

১০৯. দৈর্ঘ্য প্রসারণ গুণাংক কোন বিষয়ের উপর নির্ভর করে - তাপমাত্রা স্কেল, বস্তুর প্রকৃতি।

১১০. দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় - লাল।

১১১. 0° c তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুল্ক বায়ুতে শব্দের বেগ কত -332 মিটার/সেকেন্ড।

১১২. শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ - কম থাকে।

১১৩. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক'কে বলে - কেলভিন।

১১৫. ছাতার কাপড়ের রং সাধারণ কালো হয় কেন - কালো রং তাপ শোষন করে বলে।

☝️উপরের প্রশ্নোত্তরগুলি একসঙ্গে PDF আকারে পেতে নীচের দেওয়া লিংকে ক্লিক করুন👇

File Details- 
File Name- GENERAL KNOWLEDGE
Type- PDF
Size- 0.6 MB
Drive- GOOGLE

Click Here To Dawnload The PDF File

●আমাদের পোস্টগুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ●

বিভিন্ন বিষয়ের উপর অনলাইন মকটেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে Click Here

–এই ধরণের গুরুত্বপূর্ণ Study Materials পাওয়ার জন্য প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করেন–

No comments:

Post a Comment