Breaking

Thursday 9 August 2018

সাধারণ জ্ঞান pdf || সাধারণ জ্ঞান প্রশ্ন - উত্তর [S.A.Q. Type] General Knowledge PDF File For Wbcs,Rail,Ssc,Bank Exam || Bangla Pdf File || Gk pdf || সাধারণ জ্ঞান বুক pdf

General Knowledge - PDF File Dawnload 👇



          ■ আজ আপনাদের জন্য থাকলো সাধারণ জ্ঞান (General Knowledge) ― থেকে 25 টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। যেটা আপনাকে বিভিন্ন COMPETITIVE EXAM [Rail,ssc,bank,wbcs,police]-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

             আপনারা এই পেজের নিচের দিকে এই প্রশ্নোত্তর গুলির PDF DAWNLOAD LINK পেয়ে যাবেন,যেটা আপনি ডাউনলোড করে নিলে,পরবর্তীকালে সেটা অফলাইনেও পড়তে পারবেন।

তাই চলুন সময় নষ্ট না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক-👇



আপনি জানতেন কি?
● "ডলফিন এক চোখ বন্ধ করে ঘুমায়।"

1. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের (Brass) রং খারাপ হয়ে যায়?
― হাইড্রোজেন সালফাইড ।

2. ভারী জলের রাসায়নিক সংকেত কোনটি?
― D2O

3. বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে?
― নাইট্রোজেন।

4. সবচেয়ে হালকা ধাতুর নাম কি?
―লিথিয়াম।

5. গ্যাস বেলুনে কি গ্যাস ভরা হয়?
― হিলিয়াম।

6. গ্যাস ঝালাইয়ের সময় ব্যবহৃত আগুনের শিখার রং নীল হয় কেন?
― বেরিয়ামের জন্য।

7. জলের স্থায়ী ক্ষারকত্ব দূর করা যায় কিসের সাহায্যে?
― কাপড় কাঁচা সোডার সাহায্যে।

8. সোডিয়াম কে কিসের মধ্যে সংরক্ষণ করা হয়?
― কেরোসিন।

9. বালির (sand) রাসায়নিক নাম কি?
― সিলিকন অক্সাইড (SiO2)।

10. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি?
― হিরে।


11.সিলিকন কার্বাইড কোন কাজে ব্যবহার করা হয়?
― শক্ত বস্তু কাটতে।

12.কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?
― উট।

13. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
― অক্সিজেন পরিবহন করা।

14. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস ?
― শ্বসন।

15. সুষম খাদ্যের উপাদান কয়টি?
― ৬ টি ।

16. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
― অগ্ন্যাশয় হতে।

17. কোন খাদ্যে প্রোটিন বেশি?
― মসুর ডাল।

18. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
― স্নায়ুতন্ত্রের।

19. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
― নিওমোনিয়া।

20. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
― প্লিহাতে।

21. জন্ডিসে আক্রান্ত হয় ?
― যকৃত।

22. চিংড়ির চাষকে কি বলে?
― Prawn culture ।

23. ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?
― গ্রীষ্মকাল।

24. ব্ল্যাক টাইগার বলা হয় ?
― বাগদা চিংড়ি ।

25. সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?
― রবার্ট হুক।

তাই আর সময় নষ্ট না করে নিচের দেওয়া Link-এ Click করে[General Knowledge] PDF File ―টি Dawnload করে নিন👇



File Details- 
File Name - সাধারণ জ্ঞান (GK)
Type -pdf
Size - 0.3 MB
 Drive - Google

● আমাদের উৎসাহ দিতে পোস্টগুলি শেয়ার করবেন এবং নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে পোস্টটি কেমন লাগলো ●

No comments:

Post a Comment