Breaking

Saturday 18 August 2018

পরিবেশ বিদ্যা PDF || Environmental Studies PDF File For PTET/CTET/SSC/RAIL Exam || পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর pdf | প্রাইমারী টেট



Hello Friends,

                   প্রাইমারী টেট[Primary Tet] পরীক্ষা ও অন্যান্য  প্রতিযোগিতামূলক[Competitive Exam] পরীক্ষায় পরিবেশ বিদ্যা/পরিবেশ বিজ্ঞান[Environmental Studies] থেকে অনেক প্রশ্ন এসে থাকে,আর সেই প্রশ্নগুলির সাথে যাতে আপনি সহজেই মোকাবিলা করতে পারেন,সেই জন্যই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি Environmental Studies PDF File[Part-2]

আপনি যদি 1নং পর্বটি ডাউনলোড না করে থাকেন,তাহলে ক্লিক করুন👉DAWNLOAD

আপনি জানেন কি?
আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য।

 চলুন আজকের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক-👇

21. ইংল্যান্ডে শস্য মাড়াইয়ের যন্ত্র আবিষ্কৃত হয়েছিল প্রথম কত সালে?
→ 1803 সালে।

22. কত সালে ক্লোনিং নিয়ে গবেষণা শুরু হয়েছিল?
→1950 সালে।

23. হু (WHO) -র মতে বাতাসে সিসার নিরাপদ সীমারেখা হল প্রতি ঘন মিটারে :
→10 মাইক্রো গ্রাম ।

24. প্রথম তৈলখনি কোথায় দেখতে পাওয়া যায়?
→মাকুম।

25. ভূপাল গ্যাস দুর্ঘটনায় মারা যায় প্রায় :
→2500 জন মানুষ।

26. কে ম্যালেরিয়া রোগের জীবাণু বহন  করে এবং ছড়ায়?
→ স্ত্রী মশা।

27. পৃথিবীর ব্যবহারের অযোগ্য অর্থাৎ সমুদ্রের লবনাক্ত জলের পরিমান কত?
→97 শতাংশ।

28. অতি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গড় বৃষ্টিপাতের পরিমান হল :
→600-1300 সে.মি.।

29. ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি?
→ মেঘালয়।

30. ভারতের সবথেকে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি?
→পাঞ্জাব।

আরো জানতে ক্লিক করুন👇👇👇

31.বর্তমানে আন্তর্জাতিক মাত্রা লাভ করেছে এমন সমস্যাটি হল :
→ বায়ুদূষণ।

32. পৃথিবীর উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়?
→ তিন ভাগে।

33. ইকোলজি বা বাস্তুবিদ্যা কি?
→পরিবেশ সম্বন্ধীয় বিদ্যা।

34. কোথাকার বনাঞ্চলে পৃথিবীর 'হারপি ঈগল' দেখা যায়?
→দক্ষিণ আমেরিকা।

35. প্রকৃতির আঁচল কাকে বলে হয়?
→ অরণ্য।

36. পৃথিবী গঠিত হয়েছে কয়টি অংশ নিয়ে?
→ চারটি ।

37. মৌসুমী শব্দের অর্থ কি?
→ ঋতু।

38. জলসম্পদ দূষণের প্রধান সমস্যাটি কি?
→ আর্সেনিক দূষণ।

39. একবার ডি.ডি.টি. প্রয়োগের পর ইহার শক্তি পরিবেশে প্রায় কত বছর থাকে?
→ 20 বছর।

40. ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল?
→ 1984 সালে।

☝️উপরের প্রশ্নোত্তর গুলি PDF আকারে পাওয়ার জন্য নিচের লিংকে ক্লিক করুন👇

PDF File Details-
File Name- পরিবেশ বিদ্যা (পর্ব-২)
Format- PDF
Size- 0.5 MB


No comments:

Post a Comment