Breaking

Monday 27 August 2018

রক্তের গ্রূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা || Details Of Blood Group


BLOOD GROUP

রক্তের Group সম্পর্কে অনেকেরই বিভিন্ন ভুল ধারণা রয়েছে,সেই জন্যই আমাদের এই আলোচনা বা বর্ণনা।
রক্ত যে শরীরের জন্য কতটা উপযোগী আমরা তা সবাই জানি।তবে প্রতিজনের বা প্রত্যেকের রক্তের Group এক নয়।যদি কোনো ব্যক্তিকে তার রক্তের Group অনুযায়ী রক্ত না দেওয়া হয় তাহলে সেই ব্যক্তির বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দেবে এবং তিনি মারা যাবেন।

এবার আসল কথায় আসি।
রক্তের Group সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী Karl Landsteiner ,1900 খ্রিস্টাব্দে।

Karl Landsteiner সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা :-
                   Karl Landsteiner
কার্ল ল্যান্ডস্টেইনার Austria তে 14 জুন,1868 সালে জন্মগ্রহণ করেন এবং ২6 শে জুন,1943 সালে পরলোক গমন করেন।

তিনি ছিলেন একজন অস্ট্রিয়ান জীববিজ্ঞানী(Austrian biologist),চিকিৎসক (physician) এবং  immunologist


 তিনি 1900 সালে রক্তের গ্রূপকে বিশিষ্ট করেন। 1909 সালে পোলিও ভাইরাস আবিষ্কার করেন। তিনি 19২6 সালে অ্যারোনসন পুরস্কার পান। 1930 সালে তিনি ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন।


রক্তের মধ্যে দুই ধরনের কণিকা থাকে।যথা :-
1.লোহিত রক্ত কণিকা (Red Blood Corpusels)  এবং
2.শ্বেত রক্ত কণিকা (White Blood Corpusels)


আমরা  'Corpusels'-কে  'Cell' থাকি,কিন্তু আসলে এটা Cell না Corpusels


আমাদের রক্তের রং লাল হয়। কারণ, আমাদের রক্তে হিমোগ্লোবিন নামক উপাদান থাকার জন্য।


রক্ত প্রধানত আট ধরণের হয়ে থাকে,অর্থাৎ রক্তের প্রধানত আটটি গ্রূপ আছে।

যথা :- 1. A+
          2. B+
          3. A-
          4. B-
          5. AB+
          6. AB-
          7. O+
          8. O-

Ag A ( Antigen Alfa), Ag B (Antigen Bita) এবং Rh (Rhesus) এই তিনটি উপাদান পরীক্ষার মাধ্যমে Blood Group নির্ণয় করা হয়।

নিম্নে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হলো :-


      Ag A.          Ag B.        Rh       Blood Group

1.     √                   √             √                AB+

2.     √                   √             ×                AB-
3.     √                   ×            √                 A+
4.     √                   ×            ×                 A-
5.     ×                   √            √                 B+    
6.     ×                   √            ×                 B-     
7.     ×                   ×            √                 O+
8.     ×                   ×            ×                 O-   

     ★ যাদের Blood Group 'O-' তারা প্রত্যেককেই রক্ত দিতে পারে।অর্থাৎ এই ব্যক্তিরা প্রত্যেক ব্যক্তিকে রক্ত দিতে পারবে।


      ★ আর যাদের Blood Group 'AB+' তারা প্রত্যেকের কাছ থেকেই রক্ত নিতে পারে।অর্থাৎ এই ব্যক্তিরা প্রত্যেকের (A+,A-,AB+ etc) কাছ থেকেই রক্ত নিতে পারবে।

Important Notice :- রক্ত পরীক্ষা বা Blood Test সঠিক ভাবে করা প্রয়োজন।কারণ একটা ব্যক্তির জন্মের সময়েও যে Blood Group থাকবে আর তার মৃত্যু পর্যন্তও সেই একই Blood Group থাকবে।
          তাছাড়া,ধরুন কোনো ব্যক্তির Blood Group A+ আর তাকে যদি A- রক্ত দিয়ে দেওয়া হয় সেই ব্যক্তি মারা যাবে।

■ একটি বিশেষ তথ্য :-

                               মায়ের রক্তের গ্রূপ A+ আর বাবার B+ ।এদের মিলনের ফলে যে সন্তান সৃষ্টি হবে তার রক্তের গ্রূপ(Blood Group) যদি মায়ের বিপরীত যেমন B+ হয়,তাহলে প্রথম সন্তান যেটা জন্মগ্রহণ করবে সে ঠিক থাকবে।কিন্তু দ্বিতীয় বারে সেই একই জিনিস হলে সেই সন্তানটি তার মাতৃগর্ভে বা জন্মগ্রহণের সময়ই মারা যাবে।

তবে এখন আমাদের এই উন্নত বৈজ্ঞানিক চিন্তাধারার মাধ্যমে একটা ইনজেকশন তৈরি করা হয়েছে।যেটার দ্বারা বাচ্ছাটিকে সুস্থ রাখা যাবে।সেই ইঞ্জেকশনটার নাম হলো -"Rhogam"...



এই সম্পর্কিত যদি আরো কিছু জানার থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে Comment করে জানান।আমি সাহায্য করার সম্পূর্ণ চেষ্টা করবো।

যদি এই বিষয়টি ভালো লেগে থাকে,তাহলে প্রতিদিন আমাদের Website এ Visit করুন।



3 comments: