Breaking

Sunday 12 August 2018

শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন PDF File[S.A.Q Type] || শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের PDF File For প্রাইমারী টেট,ডিএলএড,সিটেট ||Child Study PDF File For Ptet,Ctet and D.el.ed exam


●আপনাদের জন্য থাকলো শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন থেকে 20 টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।যা আপনাকে Primary TetCTet এবং D.El.Ed. পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করবে।



◆আপনারা চাইলে এই প্রশ্নগুলির PDF FILE-ও DAWNLOAD করে নিতে পারেন, এই পেজের নিচে DAWNLOAD LINK পেয়ে যাবেন।◆

তাই চলুন সময় নষ্ট না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক-👇

আপনি জানতেন কি?
পৃথিবীর সবচেয়ে বড় ডিমভাজা হয়েছিল 110,000 ডিম দিয়ে।এটি বানাতে 432 লিটার তেল লেগেছিল এবং প্রায় 80 জন রাঁধুনি এটা বানিয়েছিল।

CHILD STUDIES and CHILD DEVELOPMENT ― QUESTION-ANSWER PDF FILE👇


1. প্রজ্ঞামূলক বিকাশের স্তর কয়টি?
:― চারটি।

2. বুদ্ধির প্রধান বৈশিষ্ট্য কি?
:― বুদ্ধি একটি মৌলিক মানসিক ক্ষমতা।

3. মনোবিদ্যার আদি পুরুষ কাকে বলে হয়?
:― অ্যারিস্টটল-কে।

4. শিক্ষার অধিকার আইন কত সালে চালু হয়?
:― 2010 সালের 1লা এপ্রিল।

5. কিন্ডারগার্ডেন পদ্ধতির জনক কাকে বলা হয়?
:― ফ্রয়েবেল।

6. 'Psychology' শব্দটি এসেছে কোথা থেকে?
:― গ্রিক শব্দ থেকে।Psyche ও logos শব্দ থেকে Psychology শব্দটির উৎপত্তি।
আরো জানুন―সাধারণ জ্ঞান
7. মনোবিজ্ঞান(Psychology) কথাটির অর্থ কি?
:― আত্মার দর্শন।

8. স্যাভলার কমিশন কত সালে পাস হয়?
:― 1917 সালে ।

9. শিক্ষার উন্নতি কি থেকে বোঝা যায়?
:― শিক্ষার্থীদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন থেকে।

10. বক্তৃতা পদ্ধতি একটি কিরূপ পাঠদান?
:― শিক্ষককেন্দ্রিক পাঠদান।

11. প্রতিপাদন পদ্ধতিতে শিক্ষার্থীর ভূমিকা কি?
:― দেখা,শোনা ও অনুসরণ করা।

12. 'শিক্ষা দৈনন্দিন জীবনের একটি অঙ্গ।যা চলবে সমান তালে ও সমান সুরে।'―কার উক্তি?
:― রবীন্দ্রনাথ ঠাকুর ।
আরো জানুন―বাংলা ব্যাকরণ
13. 'Principles of Education'― বইটির লেখক কে?
:― রেমন্ট।

14. 'Education is the child's Development from within' ― উক্তিটি কার?
:― রুশো।

15. হান্টার কমিশন প্রথম ভারতীয় শিক্ষা কমিশন।কত সালে পাস হয়?
:― 1882 সালে।

16. র‍্যালে কমিশন কত সালে পাস হয়?
:― 1902 সালে ।

17.প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মুখ্য প্রবক্তা কে?
:― থর্নডাইক।

18. কোন বিষয়টি বয়ঃসন্ধির ছাত্রদের বৈশিষ্ট্য নয়?
:― ধারণার উচ্চক্ষমতা।
আরো জানুন―পাটী গণিতের সমস্ত সূত্র
19. ধারণার গঠন সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়?
:― সব মানুষের ক্ষেত্রেই ধারণার বিকাশের গতি সমান।

20. বুদ্ধি ও সৃজনশীলতা কিরূপ সম্পর্কযুক্ত?
:― ইতিবাচক সম্পর্কযুক্ত।

তাই আর সময় নষ্ট না করে নিচের দেওয়া Link-এ Click করে[Child Study] PDF File ―টি Dawnload করে নিন👇


PDF File Details- 
File Name - শিশুশিক্ষা ও মনস্তত্ব
Type -pdf
Size - 0.1 MB
 Drive - Google


■ এই ধরণের আরো পোস্ট পেতে প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করুন ■

4 comments:

  1. Right to education act 2009 august....vul Val disna.

    ReplyDelete
    Replies
    1. Post এ লেখা উচিত ছিল চালু না কার্যকর হয় 2010 এর 1st April...group এ এই গুলো খেয়াল রেখে নির্ভুলভাবে post কর।

      Delete
  2. Very helpful ..please share more posts like " child development and pedagogy"for upper primary TET ...

    ReplyDelete
  3. Turn taking বলতে কী বোঝানো হচ্ছে।
    কোন চ্যাপ্টারে আছে এটা

    ReplyDelete