Breaking

Friday 17 August 2018

শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন PDF File[S.A.Q Type] || শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের PDF File For প্রাইমারী টেট,ডিএলএড,সিটেট ||Child Study PDF File For Ptet,Ctet and D.el.ed exam


Child Study & Development PDF File :–

● শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন থেকে 20 টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর [পর্ব-2]।

1নং পর্বটি ডাউনলোড করতে ক্লিক করুন–DAWNLOAD

আপনি জানতেন কি?
অ্যালবার্ট আইনস্টাইনের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।

 চলুন আজকের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক-👇

21. প্রবৃত্তি বলতে বোঝায় ?
সহজাত ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রবণতা।

22. কোন স্তরে শিশুরা তাদের সহপাঠীদের দলের সক্রিয় সদস্য হয়ে ওঠে?
→ শৈশবে ।

23. "শিক্ষা ভবিষ্যতের আয়োজন নয়;জীবনই শিক্ষা"- উক্তিটি কার?
→ কান্ট।

24. "শিক্ষা পদ্ধতি শিশুর জীবন কেন্দ্রিক হওয়া উচিত"-এর মতের প্রবক্তা কে?
→ প্রয়োগবাদীরা।

25. বুদ্ধিমত্তার ওপর বংশগতির প্রভাব সংক্রান্ত্র তত্ত্ব আলোচিত হয়েছে?
→ ফ‍্যাকাল্টি তত্ত্বে।

26. মূল্যায়নের আধুনিক ধারণার প্রবক্তা?
→ ডঃ বেঞ্জামিন ব্লুম।

27. কোন ধারণা প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয়?
→ পেশাদারি দক্ষতা অর্জনের জন্য ছাত্রদের গড়ে তোলা।

28. একজন ছাত্রকে মানসিকভাবে পিছিয়ে পড়া বলা হয়,যখন-
→ সে দক্ষতা অর্জনে খুবই ধীর,তার ফল ধারাবাহিকভাবে খারাপ।

29. চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি হিসাবে একজন শিক্ষক কি করবেন?
→ ধারাবাহিকভাবে মূল্যায়ন করবেন।

30.  ক্লাসের মনিটর নির্বাচনের জন্য আপনি কি করবেন?
→ ভোটের ব্যবস্থা করবেন।

31. শিক্ষাকতাকে কি দৃষ্টিতে দেখবেন?
→ একটি চ্যালেঞ্জিং কাজ হিসাবে ।

32. যে স্তরে শিশুরা বস্তু ও ঘটনা যুক্তিগ্রাহ্য ভাবে ভাবতে শুরু করে?
→ কংক্রিট অপারেশনাল স্টেজ।

33. নীচু ক্লাসে খেলার মাধ্যমে শিক্ষাদানের ভিত্তি কি ধরণের নীতি?
→ শিক্ষাদানের সমাজতাত্বিক নীতি।

34. কাকে উদ্দীপ্ত শিক্ষাদানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়?
→ ক্লাসে সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিতি।

35. মৌলিক শিক্ষার উদ্দেশ্য হল?
→ শিক্ষাকে বৃত্তিমূলক করা।

36. সুসংহত শিক্ষার সাফল্য নির্ভর করে কিসের উপর?
→ শিক্ষনের উপকরণের গুণমানের উপর।

37. "একটি শিশুর মন একটি সাদাপাতার মতো"-উক্তিটি কার?
→ জন লক।

38. শিক্ষা আইন কবে চালু হয়?
→ 1904 সালে (লর্ড কার্জন পাস করেন)।

39. অভিক্ষা বলতে কি বোঝায়?
→ বিভিন্ন ধরণের পরীক্ষার মাধ্যমে যাচাই করা।

40. একটি শিশুর কল্পনার জগৎ তৈরি হয় কত বছর বয়স থেকে?
→ 5-6 বছর বয়সে।

উপরের প্রশ্নোত্তর গুলি PDF আকারে পেতে নিচের লিংকে ক্লিক করুন–

PDF File Details-
File Name- Child Study & Development
Format- PDF
Size-0.5 MB

1 comment: