Breaking

Sunday 10 June 2018

D.El.Ed. Suggestion on Environment Science Subject | ডি.এল.এড প্রথম বর্ষের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন পরিবেশ বিজ্ঞানের উপর

Hello friends,welcome to our website site -www.sikshanmandir.com....

আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন।আপনারা নিশ্চয়ই এই বার ডি.এল.এড. 1st year এর পরীক্ষা দেবেন।সামনেই তো পরীক্ষা চলে এলো,বলুন পরীক্ষার প্রস্তুতি কেমন?নিশ্চয়ই খুবই ভালো।আর আপনাদের এই প্রস্তুতিকে আরো একটু এগিয়ে দেওয়ার জন্য আমরা আজ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি।আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে।


আজ আপনাদের সামনে এনেছি,পরিবেশ বিজ্ঞান বিষয়ের উপর কিছু 2,7,16 নং এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ।


আর আপনার যদি আমাদের দেওয়া আরো অন্নান্য বিষয়ের উপর দেওয়া প্রশ্নগুলো না দেখে থাকেন তাহলে আপনার আমাদের Homepage এ গিয়ে দেখে নেবেন।তো চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক প্রশ্ন গুলি।আর আপনার পড়াশোনা চালিয়ে যান।

                        পরিবেশ বিজ্ঞান

2 Marks-


1.পরিবেশ বিজ্ঞানের উপযোগীতামূলক লক্ষ্য কাকে বলে?

2.পরিবেশ শিক্ষার লক্ষ্য কয়টি ও কি কি?

3.পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করা যেতে পারে?

4.পাঠক্রম রচনার স্তরগুলি কি কি ?

5.পাঠক্রমের প্রয়োগ কাকে বলে?

6.অনুবন্ধ প্রণালী কাকে বলে?

7.সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে?

8.নির্মিতিবাদ কাকে বলে?

9.ক্ষেত্র সমীক্ষার প্রয়োজন কেন?

10.গল্প বলা পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা লেখো?

11.লুকায়িত পাঠক্রম কি?

7 marks-

1.পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন স্তরে মূল্যায়ন পদ্ধতি সমূহ উদাহরণ সহযোগে  আলোচনা করুন?

2.সক্রিয় গবেষণার স্তরগুলি উদাহরণ সহযোগে আলোচনা করুন?

3.সক্রিয় গবেষণার সুবিধা ও অসুবিধা গুলি লিখুন?

4.গল্প বলা পদ্ধতি কি?এর সুবিধা ও অসুবিধা গুলি লিখুন?

5.মূল্যায়ন ও অভিক্ষার মধ্যে পার্থক্য লিখুন?

16 marks-

1.পাঠক্রম কাকে বলে?পাঠক্রম অনুসারে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের  একটি একক নির্বাচন করে একটি পাঠ টিকা রচনা করুন?

2.পাঠক্রম কাকে বলে?পাঠক্রম রচনার নীতিগুলি বিস্তারিত আলোচনা করুন?

3.যেকোনো একটি পাঠ একক বেছে নিয়ে সক্রিয় গবেষণা আলোচনা করুন?


File Details-


File Name -পরিবেশ বিজ্ঞান -সাজেশন

File Type - pdf

Drive -google

Size -31.4 kb

Dawnload Link-

          Click Here To Download


আপনারা যদি অনলাইন মকটেস্ট দিতে চান,তাহলে আমাদের Homepage এ যান।সেখানে আপনারা Bengali,English,Mathematics,Environment science ইত্যাদি বিষয়ের উপর মকটেস্ট দিতে পারবেন।আর সেখানেই আপনারা জানতে পেরে যাবেন,আপনারা পরীক্ষার জন্য কতটা প্রস্তুত।নিজে নিজেকেই যাচাই করে নিন।

                            ●ধন্যবাদ●

No comments:

Post a Comment