Breaking

Friday 8 June 2018

D.El.Ed Exam Suggestions On Child Studies-PDF File | শিশুশিক্ষা বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন ডি.এল.এড. পরীক্ষার -শিক্ষণ মন্দির

 হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে?কি !! ভালো নেই,পরীক্ষার টেনশন !!আপনাদের এই টেনশন কে একটু হলেও দূর করার জন্য আমাদের এই উপস্থাপন।আজ আমরা আপনাদের সাথে শেয়ার করছি CHILD STUDIES বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন।আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে।আর যদি আপনাদের এইসব প্রশ্নগুলো ভালো লাগে,তাহলে এগুলো আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ওদেরও সাহায্য করবেন।





বাংলা,অঙ্ক,ইংরেজি এই 3টি বিষয়ের উপর সাজেশন অনেক আগেই দেওয়া হয় গেছে।আপনারা সেগুলো যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন,তাহলে আমাদের Homepage এ গিয়ে একবার দেখে নিন।

আপনি যদি এইসব প্রশ্নগুলোর PDF ফাইল Dawnload করতে চান,তাহলে Dawnload Link এই পেজের নিচে পেয়ে যাবেন।

          তো চলুন আর বেশি দেরি না করে,দেখে নিন ।আর পড়া তাড়াতাড়ি শেষ করে ফেলুন।আর আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানান।আমরা সাহায্য করার চেষ্টা করবো।

                              শিশুশিক্ষা

2 Marks-

1.বিকাশ হলো বহুমাত্রিক - এটির অর্থ কি?

2.বিকাশের সন্নিহিত অঞ্চল বা ZPD বলতে কি বোঝেন?

3.CULTURE বলতে কি বোঝেন?

4.সামাজিকরণ কি?শিশুর সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা কি?

5."Moral Dinema" কি?

6.প্রাথমিক স্তরে শিশুদের প্রক্ষোভ বিকাশের দুটি বৈশিষ্ট্য লিখুন?

7.শিখনে পরিণমনের গুরুত্ব আলোচনা করুন?

8.মনোযোগের পরিসর বলতে কি বোঝেন?

9.শিশু কেন্দ্রিক শিক্ষণ কৌশল বলতে আপনি কি বোঝেন?

10.দীর্ঘস্থায়ী স্মৃতি বলতে কাকে বলে?

11.Skinner Box কি?

12.Shapping কাকে বলে?

13.Reinforcement বলতে কি বোঝেন?

14. প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি কি?


15 .নির্মিতিবাদ কি?

16.জ্ঞানের নির্মাণে সহায়তা প্রদান বা Scaffolding কি?

17.পিঁয়াজের তত্বের দুটি শিক্ষাগত তাৎপর্য লিখুন?

18.খেলার দুটি বৈশিষ্ট্য লিখুন?

19.ভাষা ও বচনের মধ্যে পার্থক্য লিখুন?

20.ভাষার উপাদান কয়টি ও কি কি ?

21."বাবলিং" বলতে কি বোঝেন?

22."Turn Taking" কি?

23.বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো?


7 Marks -


1.সংক্ষেপে ফ্রয়েড কথিত স্তরগুলি আলোচনা করুন?

2.বহুভাষী শ্রেণীকক্ষে শিক্ষণ পদ্ধতি হিসাবে গল্প বলা আপনি কিভাবে ব্যবহার করবেন?

3.প্রাথমিক শিক্ষায় পঠন পাঠনের ক্ষেত্রে নির্মিতিমূলক পদ্ধতি আলোচনা করুন?

4.সক্রিয় অনুবর্তন এবং প্রাচীন অনুবর্তন এর মধ্যে পার্থক্য লেখো?

5.ভাইগটস্কির তত্ত্ব ও তার শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন?

6.খেলার মাধ্যমে শিশুর সার্বিক বিকাশ কিভাবে হয় আলোচনা করুন।

7.শিশুর জ্ঞান নির্মাণে দারিদ্র,বিশ্বায়ন ও আধুনিক সংকৃতির ভূমিকা আলোচনা করুন?

8.গেস্টাল্ট তত্ত্ব কি?এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন?

9.বহুভাষী শ্রেণীকক্ষে যোগাযোগের গুরুত্ব আলোচনা করুন?

10.সামাজিক শিখনে বান্দুরার তত্ত্বের গুরুত্ব কি?

 16 Marks-

1.কোহলবার্গের তত্ত্ব অনুযায়ী নৈতিক বিকাশ আলোচনা করুন?

2.এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি আলোচনা করুন?

3.মনোযোগ কাকে বলে?এর বৈশিষ্ট্য গুলো লিখুন?মনোযোগের নির্ধারক গুলি লিখুন?মনোযোগ আকর্ষণে শিক্ষকের ভুমিকাগুলি কি হবে?

4.Skinner এর সক্রিয় অনুবর্তন  ও তার শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন?


PDF File Details- 


File Name -Child Studies Suggestions

File Type --PDF

Size -44.6 KB

Drive -Google

Dawnload Link-👇

Click Here To Download


এছাড়াও আপনারা যদি অনলাইনে মকটেস্ট দিতে চান,তাহলে আমাদের Homepage এ যান।আর আমাদের ওয়েবসাইটে 1দিন ছাড়া Online Mocktest নেওয়া হয়।সময় ঠিক সন্ধ্যা 7 টার সময়
।তাই আপনার ঠিক সেই সময় আমাদের সাইটে একবার ভিসিট করে মকটেস্টটি দিয়ে যাবেন।


আর এই ধরণের বিভিন্ন স্টাডি মেটিরিয়ালস পাওয়ার জন্য প্রতিদিন আমাদের সাইটে ভিসিট করুন।আমাদের ওয়েবসাইটের নামটি মনে রাখবেন-
              www.sikshanmandir.com


                        ●Thank You●

1 comment:

  1. Turn taking কি।
    কোন চ্যাপ্টার এ আছে

    ReplyDelete